শুভম বসু
এবারের দুর্গাপূজো সিনেপ্রেমীদের জন্য এক ভিন্ন মেজাজে ধরা দিতে চলেছে। কারণ, এই পুজোতে শুধু টলিউড নয়, আন্তর্জাতিক সিনেমার আঙিনা থেকেও আসছে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। একদিকে যখন বাংলার বড় পর্দার তারকারা নিজেদের ছবি নিয়ে আসছেন, ঠিক তখনই লিওনার্দো ডিক্যাপ্রিও নিয়ে আসছেন তাঁর ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ আসছে এই সেপ্টেম্বরেই।
এই হলিউডি ছবি বক্স অফিসের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Advertisement
একই সঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর মরসুমে মুক্তি পেতে চলেছে একাধিক বহু-আলোচিত বাংলা ছবি। এই তালিকায় প্রথমেই নাম আসে দেব অভিনীত এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর। ব্রিটিশ শাসনকালে বাংলার এক কিংবদন্তি ডাকাতের গল্প, যা টিজার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
Advertisement
একই সময়ে, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির নতুন থ্রিলার ‘রক্তবীজ ২’-ও আসছে পুজোর ছুটিতে। প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর এই সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর জুটি এবং গল্পের টানটান রহস্য এই ছবিকে পুজোর অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে।
এছাড়াও, শুভ্রজিৎ মিত্র পরিচালিত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’-ও এই পুজোতেই মুক্তি পাবে বলে জানা গেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
আবীর চট্টোপাধ্যায় অভিনীত এবং অনীক দত্ত পরিচালিত আরেকটি রহস্য-রোমাঞ্চ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-ও পুজোর বাজারে নিজের জায়গা করে নিতে প্রস্তুত।
এই বাংলা ছবির ভিড়ের মধ্যেই লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর ছবি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার নিয়ে আসছেন যেখানে তাঁর চরিত্রের নাম বব ফার্গুসন, যিনি একজন সাবেক বিপ্লবী। তাঁকে ঘিরেই আবর্তিত হবে ছবির মূল কাহিনি।ইতিমধ্যেই প্রকাশিত ট্রেলারে শোনা গেছে বিয়ন্সের গান, সঙ্গে দেখা গেছে বিস্ফোরক অ্যাকশন দৃশ্য ও উত্তেজনাপূর্ণ ড্রামা। এছাড়াও এই ছবিতে আছেন সিয়ান পেন, বেনিসিও দেল টোরো, রেজিনা হল, টেয়ানা টেলর।
বক্স অফিসের এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা সময়ই বলবে। তবে এটুকু বলা যায়, এবারের পুজোর ছুটিতে দর্শকদের জন্য সিনেমা হলে বিনোদনের কোনো অভাব থাকবে না।
Advertisement



