আচমকা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করায় বুধবার গভীর রাতে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকের পর্যবেক্ষণে তিনি রয়েছেন। বুধবার রাতেই হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যান। জরুরি ভিত্তিতে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার উন্নতি হলেও, চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে এবং সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে অগ্নিমিত্রা লিখেছেন, ‘অশেষ বেদনার সঙ্গে আপনাদের জানাচ্ছি, গত কয়েকদিন ধরে শারীরিক অস্বস্তি ও দুর্বলতা সত্ত্বেও আমি সংগঠন ও জনসেবার কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। কিন্তু প্রবল জ্বর ও শ্বাসকষ্টের কারণে আমাকে বাধ্য হয়ে গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমার প্রিয় সহযোদ্ধা, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি দ্রুত আরোগ্য লাভ করে আপনাদেরই শক্তি, আপনাদেরই আশীর্বাদে আবারও লড়াইয়ের ময়দানে ফিরে আসব।’
Advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দমদমে এক জনসভায় অংশ নেবেন তিনি। রাজ্যের বিজেপি নেতৃত্বের বড় অংশই সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে অগ্নিমিত্রা পালের ওই কর্মসূচিতে উপস্থিত থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি যে কবে তাঁকে ছুটি দেওয়া হবে। তবে চিকিৎসকদের মত, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় ইতিমধ্যেই দলের তরফে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে।
Advertisement
দলের একজন সক্রিয় কর্মী হিসেবে বিজেপিতে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতিতে নজর কেড়েছেন অগ্নিমিত্রা পাল। নিয়মিত নিজের বিধানসভা এলাকায় যাতায়াত, জনসংযোগ এবং দলের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় এখন আপাতত চিকিৎসা ও বিশ্রামেই মনোনিবেশ করতে হবে তাঁকে।
Advertisement



