আরজি কর মেডিক্যাল কলেজ–কাণ্ডে নিহত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই মামলা দায়ের হয়।
কয়েকদিন আগে মৃত চিকিৎসকের বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল। অভিযোগ, সংবাদমাধ্যমে তিনি কুণালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা করেছিলেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষমা না চাওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হলেন তিনি।
Advertisement
গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন নিহত চিকিৎসকের পরিবার। সেদিন সংবাদমাধ্যমের সামনে নিহত চিকিৎসকের বাবা অভিযোগ করেন, টাকা খেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তে প্রভাব ফেলেছে। এমনকি রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আরও দাবি করেন, সিজিও কমপ্লেক্সে গিয়ে কুণাল ঘোষ নাকি ডিল ফাইনাল করেছেন।
Advertisement
এই মন্তব্যের প্রতিবাদে কুণাল ঘোষ আইনি নোটিশ পাঠান। তাতে স্পষ্ট জানানো হয়, চার দিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইতে হবে। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নিহত চিকিৎসকের বাবা ক্ষমা চাননি। এর পরেই মানহানির মামলা দায়ের করেন কুণাল।
কুণাল ঘোষ এদিন বলেন, “নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সহানুভূতি রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে কারও নামে মিথ্যা অভিযোগ তোলা যাবে। ক্ষমা না চাইলে আদালতে প্রমাণ দিতে হবে। যেভাবে অন্যের শেখানো বুলি আওড়ানো হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।”
Advertisement



