• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দমদম পার্ক ভারতচক্রের ২৫তম দুর্গোৎসবের থিম – “তন্মাত্র: দ্য অরা”

ক্লাব কর্তৃপক্ষ জানায়, এবারের থিম শুধু এক মাইলফলক নয়, বরং ২৫ বছরের সৃজনশীলতা, সংস্কৃতি ও সমবেত ভক্তির উদ্‌যাপন।

নিজস্ব চিত্র

দমদম পার্ক ভারতচক্র এবারের দুর্গোৎসবে পদার্পণ করছে ২৫ বছরে। এই বিশেষ বর্ষে ক্লাবের থিম ঘোষণা করা হয়েছে— “তন্মাত্র: দ্য অরা”। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই থিমের ঘোষণা করা হয়।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, এবারের থিম শুধু এক মাইলফলক নয়, বরং ২৫ বছরের সৃজনশীলতা, সংস্কৃতি ও সমবেত ভক্তির উদ্‌যাপন। শিল্প নির্দেশনায় রয়েছেন শ্রী সুশান্ত থিরবাণী পাল। তাঁর কথায়, “অদৃশ্য অথচ গভীরভাবে অনুভবযোগ্য আভা বা শক্তিক্ষেত্রকে শিল্পের মাধ্যমে তুলে ধরাই মূল লক্ষ্য।”

Advertisement

এই শিল্পযজ্ঞকে বাস্তবায়িত করবেন একদল অভিজ্ঞ শিল্পী ও কারিগর, যাঁদের মধ্যে রয়েছেন অধীর পাল, লক্ষ্মণ রায়, সুমন মাইতি, শীষ কর পাল-সহ আরও অনেকে। ক্লাবের দাবি, এবারের পূজা ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে দর্শকদের এমন অভিজ্ঞতা দেবে, যা পুজো শেষ হওয়ার পরেও মনে দাগ কেটে থাকবে।

Advertisement

Advertisement