• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, বঙ্গে ছুটি নেই বর্ষার

সপ্তাহের শেষেও ছুটি নেই বর্ষার। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বিদায় নিচ্ছে না বর্ষা। বরং তার দাপট আরও বৃদ্ধি পেতে চলেছে দক্ষিণবঙ্গে।

সপ্তাহের শেষেও ছুটি নেই বর্ষার। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বিদায় নিচ্ছে না বর্ষা। বরং তার দাপট আরও বৃদ্ধি পেতে চলেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণের প্রায় সব জেলাতেই সপ্তাহান্তেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু এলাকাও ফের নতুন করে জলমগ্ন হতে পারে। উত্তরেও একইভাবে দাপট বজায় থাকবে বর্ষার। পাঁচটি জেলায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া এবং দিঘা হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর জেরেই গোটা রাজ্য জুড়ে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামী ১৩ আগস্ট বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এর প্রভাব পড়বে গোটা বাংলায়।

Advertisement

রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ফের বুধবার থেকে আগামী শুক্রবার অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের দাপট খুব বেশি থাকবে না বলেই জানা গিয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় চাপা গরম অনুভূত হতে পারে সাধারণ মানুষের।

Advertisement

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বিশেষ না থাকলেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ মাত্রাতিরিক্ত বাড়তে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই কম বেশি বৃষ্টির দেখা মিলবে।

Advertisement