হরিয়ানার রোহতক জেল থেকে ফের প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। এবার ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। ২০১৭ সাল থেকে জেলে থাকলেও ইতিমধ্যেই মোট ১৪ বার প্যারোলে ছাড়া পেয়েছেন ডেরা সচ্চা সৌদা-র প্রধান।
মঙ্গলবার সকালে জেল থেকে ছাড়া পাওয়ার পরই সিরসায় ডেরা আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম। ২০১৭ সালে ডেরা আশ্রমের দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয় তাঁর। সেই থেকেই রোহতকের সুনিয়া জেলে বন্দি তিনি। তবে এই সাত বছরের মধ্যে বারবার প্যারোলে মুক্তি পেয়ে বাইরে এসেছেন তিনি।
Advertisement
গত এপ্রিল মাসেই ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। জানুয়ারিতেও ৩০ দিনের জন্য ছাড়া হয়েছিল তাঁকে। ২০২২ সালে তিন বার জেল থেকে মুক্তি পান তিনি। একবার পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে, একবার হরিয়ানার পুরসভা নির্বাচনের সময়, এবং আরেকবার হরিয়ানার উপনির্বাচনের আগে। নিয়মিতভাবে ভোটের সময় বা তার আগে-পরে রাম রহিমের মুক্তি পাওয়া ঘিরে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ, রাজনৈতিক সুবিধার জন্যই তাঁকে বারবার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।
Advertisement
এছাড়া, ২০০২ সালে রণজিৎ সিংহ নামের এক ডেরা সদস্যকে খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও ২০২৪ সালের মে মাসে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট তাঁকে সেই মামলায় মুক্তি দেয়। তবে ধর্ষণের ঘটনায় এখনও ২০ বছরের সাজা খাটছেন রাম রহিম। বর্তমানে তিনি রোহতক জেলের বন্দি হলেও, প্যারোলে বারবার মুক্তি পাওয়া তাঁকে নিয়ে সমালোচনা ও বিতর্ক পিছু ছাড়ছে না।
Advertisement



