• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডেবরার সরকারি হাসপাতালে দু’বেলা মাইকিং

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে এই মাইকিং ব্যাবস্থা, যা নিয়ে অনেকটাই সুবিধা হয়েছে রোগীর পরিবারের সদস্যদের।

রোগীর পরিবারের সুবিধার্থে হাসপাতালে মাইকিং ব্যাবস্থা, ভিজিটিং আওয়ার, আউটডোরের কোন বিভাগে কোন ডাক্তার রয়েছেন, রোগীর পরিবারকে প্রয়োজন-সহ একাধিক সচেতনতার বার্তা নিয়ে হাসপাতালে প্রত্যেকদিন নিয়ম করে দুই বেলা মাইকিং চলছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা হাসপাতালে। খুশি রোগীর পরিবারের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে এই মাইকিং ব্যাবস্থা, যা নিয়ে অনেকটাই সুবিধা হয়েছে রোগীর পরিবারের সদস্যদের। যাঁরা পড়াশোনা জানেন না তাঁদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ কয়েক মাস ধরেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি ডিপার্টমেন্টে লাগানো হয়েছে স্পিকার। ইমার্জেন্সি, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, গাইনো, চাইল্ড, আউটডোর, হাসপাতালের বাইরে লাগানো হয়েছে মাইকিং সিস্টেম।

Advertisement

কোন ডাক্তার কোথায় আউটডোর করছেন, রোগীর সঙ্গে সাক্ষাতের সময় কখন জানানো হচ্ছে। রোগীর পরিবারের লোকজনকে ইমার্জেন্সি দরকার হলে মাইকিংয়ের মাধ্যমে ডাকা হয়। পাশাপাশি এলাকায় জল জমতে না দেওয়া, এলাকায় কোনো কিছু অঘটন ঘটলে তৎক্ষণাৎ কী করা উচিত, এরকম একাধিক সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে। প্রত্যেকদিন নিয়ম করে দুই বেলা মাইকিং
করা হয়।

Advertisement

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার স্বরূপ পাত্র জানান, মূলত যাঁরা পড়াশোনা জানেন না, তাঁদের ক্ষেত্রে এই মাইকিং সিস্টেম অনেকটাই উপকারে লাগবে। কখন আউটডোর হচ্ছে, কখন রোগীর পরিবারের লোকজন তাঁর সঙ্গে দেখা করবে, কোন ডাক্তার কোথায় বসছেন, সমস্ত কিছু মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে। এতে তাঁদের অনেকটাই উপকার হবে। পাশাপাশি এই উদ্যোগে যথেষ্ট খুশি রোগীর পরিবারের লোকজনরা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement