• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বন্ডেল গেটে ওষুধের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

বর্তমানে কারখানাটিতে মেরামতির কাজ চলছিল। করা হচ্ছিল ওয়েল্ডিংয়ের কাজ। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ড বন্ডেল গেটের একটি ওষুধের কারখানায়। ঘটনার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়া ও পোড়া গন্ধে স্থানীয়দের শ্বাসজনিত সমস্যা দেখা দিচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল। খবর পেয়ে দুই দফায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দশটি ইঞ্জিন। তারা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বিকেলের দিকে আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকলকর্মীরা তখনও আগুনের উৎসস্থলের কাছে যাওয়ার চেষ্টা করলেও পৌছতে পারেননি। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা-ও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, দে’জ মেডিক্যালের ওষুধের কারখানায় এদিন এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় মজুত রাসায়নিক পদার্থে আগুন লাগার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তে তা ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন, পরে আরও ছয়টি ইঞ্জিন সেখানে আনা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে কারখানাটিতে মেরামতির কাজ চলছিল। করা হচ্ছিল ওয়েল্ডিংয়ের কাজ। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Advertisement

এদিকে বন্ডেল গেট যেহেতু একটি জনবসতিপূর্ণ এলাকা, সেজন্য পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়লে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement