বৃষ্টির জেরে জমা জলে দুর্ভোগ চরমে উঠেছে বিধাননগরের একাধিক এলাকায়। জমা জল এবার প্রাণ কেড়ে নিল এক বৃদ্ধার। শুক্রবার সাপের কামড়ে মৃত্যু হল বিধাননগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছরের মিঠু প্রামাণিকের। ঘটনাটি ঘটেছে নারায়ণপুরের নিরঞ্জন পল্লীতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে রান্নার ঘরে কাজ করছিলেন মিঠু দেবী। হঠাৎ দাঁড়াতেই তাঁর কপালে ছোবল মারে একটি বিষধর সাপ, যা ঘরের মধ্যেই আগে থেকে লুকিয়ে ছিল। বিষক্রিয়ায় তিনি অচেতন হয়ে পড়ে যান। সেই সময় বাড়িতে কেউ না থাকায় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকায় জল জমে আছে। সেই জমা জলে বিভিন্ন বিষাক্ত প্রাণী ঘরে ঢুকে পড়ছে। তাঁদের আশঙ্কা, জল না নামলে এমন ঘটনা আরও ঘটতে পারে।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিমানবন্দর এলাকা থেকে জল এসে জমে পড়ছে বিধাননগরের বিভিন্ন অংশে। আমরা পুরসভার তরফে পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছি। পরিবারটির পাশে আছি, সবরকম সাহায্য করা হবে।’
Advertisement
পুরসভা সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বাসিন্দাদের দাবি, শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন। না হলে বর্ষার সময় এমন দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে। এলাকার এক প্রবীণ বাসিন্দার কথায়, ‘জল জমে শুধু চলাচলেই সমস্যা হচ্ছে না, বাড়ির ভিতরে এখন সাপ, ব্যাঙ, কীটপতঙ্গ ঢুকে পড়ছে। ভয় লাগছে। প্রশাসনের এখনই ব্যবস্থা নেওয়া উচিত।’
Advertisement



