• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় যুব দলে বৈভব সূর্যবংশী

অস্ট্রেলিয়ায় প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ২১ সেপ্টেম্বর। সিরিজে তিনটি একদিনের ম্যাচ হবে বিসব্রেনের ইয়ানহিলি ওভালে। দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ হবে ২৪ ও ২৬ সেপ্টেম্বর।

ফাইল চিত্র

সম্প্রতি ইংল্যান্ড সফরে অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছে বৈভব সূর্যবংশী আইপিএল ক্রিকেটে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার বৈভব শতরান করে সবার নজর কেড়ে নিয়েছে। সেই সুবাদেই ভারতীয় দলে ডাক পান এবং ইংল্যান্ড সফরে গিয়ে সে শুধু শতরান করে শিরোনামে পৌঁছে গিয়েছে, তাই-ই নয়। বল করে উইকেটও তুলে নিয়েছে। তাই বৈভব এখন অল রাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়ে যাচ্ছে। ইংল্যান্ড সফরের পরে ভারতীয় যুব দল এবারে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। ভারতীয় দলে অস্ট্রেলিয়া সফরে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে তাঁর নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় ভারত তিনটি একদিনের এবং দু’টি চারদিনের টেস্ট ম্যাচ খেলবে।

অস্ট্রেলিয়ায় প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ২১ সেপ্টেম্বর। সিরিজে তিনটি একদিনের ম্যাচ হবে বিসব্রেনের ইয়ানহিলি ওভালে। দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ হবে ২৪ ও ২৬ সেপ্টেম্বর। পাশাপাশি, দু’টি চারদিনের ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। ওই ম্যাচটিও ইয়ানহিলি ওভালে হবে। দ্বিতীয় চারদিনের ম্যাচটি হবে ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। আর এই খেলাটি অনুষ্ঠিত হবে ম্যাকেয়ের গ্রেট বেরিয়ার রিফ এরিনায়।

Advertisement

১৯ বছর বয়সী ভারতীয় দলকে অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব দেবে আয়ুষ মাত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ভালো রান পেয়েছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। চার টেস্টে তাঁর সংগ্রহে রয়েছে ৩৪০ রান। এর মধ্যে দু’টি শতরান ও একটি অর্ধ শতরান। দলের সহ অধিনায়ক হয়েছেন বিহান মালহোত্রা। অন্যদিকে লাল বলের ক্রিকেটে যেভাবে রান না পেলেও, একদিনের ক্রিকেটে দারুণ মেজাজে খেলেছে বৈভব সূর্যবংশী। এমনকি বৈভব ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে শতরান করেছে এবং বিশ্বরেকর্ডে তার নাম লেখা হয়েছে। যুব ক্রিকেটে পাকিস্তানের কামরান গুলাম ৫৩ বলে শতরান করে একদিনের ক্রিকেটে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। সব মিলিয়ে পাঁচটি একদিনের ক্রিকেটে বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৫৫ রান। ২০২৪ সালে চেন্নাইয়ে যুব টেস্টে ৫৮ বলে শতরান করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। খেলাটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তখন থেকেই বৈভব বিস্ময় বালক বলে পরিচিতি পায়। এখন লক্ষ্য অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করে ভারতীয় দলে সেরা ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে নাম লেখাতে চাইছে বৈভব।

Advertisement

ভারতের অনূর্ধ্ব-১৯ দল— আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহঅধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনোয়ান প্যাটেল, কিষাণ কুমার, আনোয়ান কুমার, ডি চৌহান।

Advertisement