ফের নজির গড়লেন বৈভব সূর্যবংশী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন বৈভব। ভেঙে দিলেন ঋষভ পন্থের নজির।
তবে বেনোনিতে অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে শুধু ব্যাটসম্যান বৈভব নয়, নজর কাড়লেন অধিনায়ক বৈভবও। বলা যায়, তার এক চালে বাজিমাত হয়ে গেল প্রতিপক্ষ দল। এই ম্যাচে কিছুটা চমক দিয়ে খেলানো হয় কিষান সিংকে। মাত্র ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন ১৯ বছর বয়সি বোলার। ৪ উইকেট নেয় দীপেশ দেবেন্দ্রন।
Advertisement
মূলত দু’জনের দাপটে ২৪৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বৈভব ঝড়ের সাক্ষী থাকল বেনোনি। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। এরআগে ২০১৬ সালে নেপালের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন ঋষভ পন্থ। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম অর্ধশতরান। যা এদিন ভেঙে দিলেন বৈভব। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। যার মধ্যে ছিল ১০ ছয় ও একটি চার।
Advertisement
যদিও এই ম্যাচে বারবার বাধা সৃষ্টি করে আবহাওয়া। বজ্রপাতের জন্য একাধিকবার ম্যাচ বন্ধ করে দিতে হয়। যে কারণে পরবর্তীকালে ভারতের টার্গেট ও কমিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে বলা যায়, বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে ভারত ডিএলএস পদ্ধতিতে ২৫ রানে জেতে।
Advertisement



