• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মধ্যপ্রদেশে ট্রাকের ধাক্কায় কানওয়ার পুণ্যার্থীর মৃত্যু, আহত ৩

মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কানওয়ার পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন তীর্থযাত্রী। মৃতের নাম আদর্শ রাঠোর।

প্রতীকী চিত্র

মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কানওয়ার পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন তীর্থযাত্রী। মৃতের নাম আদর্শ রাঠোর (২৫)। বুধবার রাতে ইন্দোর লাগোয়া কাটি ঘাটি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, উজ্জয়িনীর পথে পদযাত্রা করছিলেন একদল কানওয়ার পুণ্যার্থী। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান আদর্শ রাঠোর। গুরুতর জখম হন তিনজন তীর্থযাত্রী। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা আদর্শকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

Advertisement

দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। পুলিশ জানিয়েছে, ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরী বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’ প্রসঙ্গত, শ্রাবণ মাসে কানওয়ার যাত্রায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার তীর্থযাত্রী রাস্তায় পা মেলান।

Advertisement

Advertisement