ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। বৃহস্পতিবার ভোররাতে (ভারতীয় সময় অনুযায়ী) লেমুর নৌঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন নৌসেনার তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিমানটি ভেঙে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) দেখা যাচ্ছে, একটি খোলা মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। আগুনের হলকা ও ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন গোটা এলাকা।
Advertisement
মার্কিন নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ভেঙে পড়া বিমানটি এফ-৩৫ মডেলের, যা ‘স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফএ-১২৫’, ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। শেষ মুহূর্তে পাইলট যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই জরুরি পরিষেবার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম উন্নত ও ব্যয়বহুল ফাইটার জেট। এটি পাইলট ও ফ্লাইট ক্রু-দের প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়।
Advertisement
Advertisement



