• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের আগুন বোয়িংয়ে, আমেরিকায় অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৯ জন

আবার বোয়িং বিমান, আবার আতঙ্ক। ওড়ার মুখে হঠাৎ আগুন ধরে গেল আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ম্যাক্স ৮ বিমানটিতে।

আবার বোয়িং বিমান, আবার আতঙ্ক। ওড়ার মুখে হঠাৎ আগুন ধরে গেল আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ম্যাক্স ৮ বিমানে। সবে রানওয়ে ছেড়ে আকাশে উঠছিল উড়ানটি, আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানের একাংশ। আতঙ্কে পড়িমরি করে নামতে শুরু করেন যাত্রীরা। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ১৭৩ জন যাত্রী এবং ছ’জন ক্রু। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।

স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ মায়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের ৩০২৩ নম্বর ফ্লাইটটি টেক-অফের প্রস্তুতি নিচ্ছিল। উড়ান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ে। সেই ত্রুটি সামলানোর চেষ্টা চলাকালীন হঠাৎ আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Advertisement

চোখের পলকে চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। কন্ট্রোল টাওয়ার থেকে ককপিটে সতর্কবার্তা পাঠানো হয়। টাওয়ার থেকে বার বার জানানো হয়, বিমানে আগুন দেখা যাচ্ছে এবং তা দ্রুত ছড়াচ্ছে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। তবে তার আগেই যাত্রীরা আতঙ্কে জরুরি নির্গমন দরজা খুলে নীচে ঝাঁপ দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) দেখা গিয়েছে, বিমানের বাঁ দিকে পেছনের অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং যাত্রীরা পালানোর চেষ্টা করছেন।

Advertisement

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ডেনভারের দমকল বাহিনী। আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে বলে পরে জানানো হয় তাদের তরফে। বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও, পাঁচ-ছ’জন সামান্য জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পরবর্তী একটি বিমানে গন্তব্যে পাঠানো হয়।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। আমেরিকান এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের রক্ষণাবেক্ষণের সময়ই ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা, সেই সমস্যা থেকেই এই অগ্নিকাণ্ড।

তবে এই ঘটনার পর আবার প্রশ্নের মুখে পড়েছে বোয়িং সংস্থার ম্যাক্স সিরিজ। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনার কারণে এই মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে। বোয়িং-এর বিরুদ্ধে তদন্তের দাবিও আরও জোরালো হচ্ছে। সাম্প্রতিক সময়ে বোয়িং বিমানে একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, বিশ্বজুড়ে যাত্রীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করার ডাক উঠছে নানা মহল থেকে।

Advertisement