• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গর্ভপাতে রাজি না হওয়ায় স্ত্রীর উপর শারীরিক নির্যাতন, মুর্শিদাবাদে স্বামী সহ গ্রেপ্তার চার

পুলিশ চার জনকেই গ্রেপ্তার করেছে। যদিও নিজেদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতীকী চিত্র

গর্ভপাত করতে অস্বীকার করায় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার জেরে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার বাঘআছড়া গ্রামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী সহ চার জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে বাঘআছড়ার খুশিরুদ্দিন শেখের সঙ্গে পুরন্দরপুরের বাসিন্দা মিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সম্পর্কে বনিবনা না-থাকলেও দাম্পত্য জীবনে সন্তান আসার খবরে নতুন আশার আলো দেখেছিলেন মিনা। কিন্তু অভিযোগ, খুশিরুদ্দিন ও তাঁর পরিবার এই সন্তান চাননি।

Advertisement

মিনার বাপেরবাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গর্ভে সন্তান আসার পর থেকেই মিনার উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়। তাঁকে গর্ভপাত করাতে চাপ দিতে থাকেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। মিনা তাতে রাজি না হওয়ায় একাধিকবার তাঁকে মারধর করা হয়। অভিযোগ, একসময় স্বামী খুশিরুদ্দিন মিনার পেটে লাথি মারেন, যাঁর জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement

তড়িঘড়ি মিনা খাতুনকে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে। এরপর মিনার পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে স্বামী খুশিরুদ্দিন শেখ ছাড়াও তাঁর আত্মীয় আহিনুর বিবি, নজরুল শেখ ও ওবাইদুল শেখের নাম রয়েছে। পুলিশ চারজনকেই গ্রেপ্তার করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement