নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ রাজ্যসভার মহাসচিব পি সি মোদীকে রিটার্নিং অফিসারের দায়িত্বভার অর্পণ করেছে। ভারতের নির্বাচন কমিশন (ইসি) একটি বিবৃতিতে জানিয়েছে, আইন ও বিচার মন্ত্রণালয়ের পরামর্শ এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সম্মতির ভিত্তিতে রাজ্যসভার মহাসচিব পি সি মোদীকে ২০২৫ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও, নির্বাচন কমিশন রাজ্যসভার সচিবালয়ের যুগ্ম সচিব গরিমা জৈন এবং রাজ্যসভার সচিবালয়ের পরিচালক বিজয় কুমারকে নির্বাচনের সময় সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। শুক্রবার এ ব্যাপারে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের পর এই পদে নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। সেজন্য ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার (আরও) এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও) নিয়োগ করা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী, ভারতীয় উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন পরিচালনার অধিকার ভারতীয় নির্বাচন কমিশনের রয়েছে। ভারতীয় উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৫২-র অধীনে গঠিত নিয়মাবলীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সেটি রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৭৪ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
Advertisement
রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের আইন ১৯৫২-র ৩ ধারা অনুযায়ী, ভারতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের পরামর্শে নির্বাচন আধিকারিক নিয়োগ করে থাকে। তিনি এক বা একাধিক সহকারী রিটার্নিং অফিসারও নিয়োগ করতে পারেন।
Advertisement



