• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

গুহাবাসী রাশিয়ান মহিলা ও তাঁর শিশুকে বিতাড়নে স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট

ওই দুই শিশুর ভারতে ভ্রমণের কোনও বৈধ নথি নেই। তবে আদালত মনে করছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি, যাতে এখনই বিতাড়ন করতে হবে। 

প্রতিনিধিত্বমূলক চিত্র

কর্ণাটকের গোকর্ণে গুহা থেকে উদ্ধার হওয়া এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই সন্তানকে দেশ থেকে বিতাড়নের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট। বিষয়টি রাষ্ট্রপুঞ্জের শিশু অধিকার সনদ অনুসারে বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে উচ্চ আদালত। এ ব্যাপারে কেন্দ্রের বক্তব্য কী, তা লিখিত আকারে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি এস সুনীল দত্ত যাদব। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আদালতকে না জানিয়ে ওই পরিবারের বিতাড়ন সংক্রান্ত কোনও পদক্ষেপ করা যাবে না। আগামী ১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত ভিসা বিধি লঙ্ঘন করে বেশ কয়েকবছর ধরে ভারতে রয়ে গিয়েছেন এক রাশিয়ান মহিলা নিন কুটিনা। তাঁর সঙ্গে রয়েছে দুই শিশুকন্যা। বড় মেয়েটির বয়স ৬ বছর এবং ছোট মেয়েটির বয়স ৪ বছর। ৯ জুলাই গোকর্ণে জনবসতি থেকে অনেক দূরে এক পরিত্যক্ত গুহায় এই রাশিয়ান মহিলা এবং তাঁর দুই সন্তানকে উদ্ধার করা হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে গত ১২ জুলাই। প্রশাসনিক স্তরে তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য যখন তোড়জোড় চলছিল, সেই সময় তাঁর বিতাড়ন আটকাতে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা হয়।

Advertisement

মামলাকারীর দাবি, শিশুদের অধিকার সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের সনদ উপেক্ষা করে এবং ওই শিশুদের কথা না ভেবেই বিতাড়ন প্রক্রিয়া শুরু হয়েছে। সেজন্য মামলাটির আরও বিশদ শুনানির প্রয়োজন রয়েছে বলে মনে করছে আদালত। অন্যদিকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সহকারী সলিসিটর জেনারেল জানান, ওই দুই শিশুর ভারতে ভ্রমণের কোনও বৈধ নথি নেই। তবে আদালত মনে করছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি, যাতে এখনই বিতাড়ন করতে হবে।

Advertisement

Advertisement