• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলা বলায় শাস্তি, ওড়িশায় গ্রেপ্তার শান্তিপুরের যুবক

বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধ’। ওড়িশায় গ্রেপ্তার পরিযায়ী শ্রমিক। অবশেষে ‘দিদিকে বলো’ কর্মসূচি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন ওই শ্রমিক।

বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধ’। ওড়িশায় গ্রেপ্তার পরিযায়ী শ্রমিক। অবশেষে ‘দিদিকে বলো’ কর্মসূচি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন ওই শ্রমিক। এই ঘটনা নিয়ে ফের একবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কেন বার বার বাঙালিদের উপর এমন অত্যাচার করা হচ্ছে?

সূত্রের খবর, ওই যুবকের নাম সুরজিৎ দাস। তিনি নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া কৃষিপল্লীর বাসিন্দা। গত আট মাস ধরে তিনি ওড়িশার ঝাড়সুগুডা জেলায় রংমিস্ত্রির কাজ করছিলেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে গত ৭ জুলাই সুরজিৎকে আটক করে স্থানীয় প্রশাসন। বৈধ আধার কার্ড দেখানোর পরেও তাঁকে ছাড়া হয়নি বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, প্রথমে মোবাইল কেড়ে নেওয়া হলেও কিছুক্ষণের জন্য ফোন করার সুযোগ পান সুরজিৎ। বাড়ির লোকজনকে প্রয়োজনীয় নথি পাঠাতে বলেন তিনি। তবে বাড়ির লোক কিছু বুঝতে না পেরে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এর পরে ‘দিদিকে বলো’ হেল্পলাইনে জানান তাঁরা। এর পর শান্তিপুর থানা ও রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে ৯ জুলাই মুক্তি দেওয়া হয় সুরজিৎকে। এর পরের দিনই বাড়ি ফেরেন তিনি।

Advertisement

এ নিয়ে সুরজিৎ বলেছেন, ‘বাংলা বলার জন্য আমাদের আটক করা হয়েছে। শুধু আমি নই, যেখানে রাখা হয়েছিল সেখানে আরও ৩০০-৪০০ জন বাঙালিকে আটক করে রাখা হয়েছে। হিন্দিভাষীদের কিছু বলা হয়নি।’ তাঁর মা রেখা দাস বলেন, ‘সংসার চালাতে ছেলেকে বাইরে যেতে হয়। কিন্তু এইভাবে শুধু বাঙালি হওয়ার কারণে হেনস্থা মেনে নেওয়া যায় না। এখন আর তাকে বাইরে পাঠাতে চাই না।’ এ বিষয়ে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও তৃণমূল নেত্রী রিক্তা কুণ্ডু জানান, বাংলা ভাষার অপরাধে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল আন্দোলনে নামবে। একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। আগামী ২৭ জুলাই থেকে প্রতিবাদ আরও জোরদার হবে।

Advertisement

Advertisement