• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয় যুবককে গণপ্রহার আয়ারল্যান্ডে

পুলিশ এই ঘটনাকে প্রাথমিকভাবে বর্ণবিদ্বেষমূলক হামলা হিসেবে দেখছে। ডাবলিন পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ফের বিদেশে ভারতীয় নাগরিকের উপর হামলা ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল আয়ারল্যান্ড। রাজধানী ডাবলিনের রাস্তায় প্রকাশ্যে এক ভারতীয় যুবককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তাঁকে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশ এই ঘটনাকে প্রাথমিকভাবে বর্ণবিদ্বেষমূলক হামলা হিসেবে দেখছে। ডাবলিন পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্ত করতেও তৎপরতা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই, ডাবলিনের টালাঘট এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যম ‘আইরিশ টাইমস’-এর প্রতিবেদনে প্রকাশ, আক্রান্ত ভারতীয় নাগরিকের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁকে রক্তাক্ত, নগ্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মুখ, হাত ও পা থেকে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

হামলাকারীরা দাবি করেছে, আক্রান্ত ব্যক্তি এলাকার শিশুদের সঙ্গে ‘অশোভন আচরণ’ করেছিলেন। তাই ‘শাস্তি’ হিসেবে তাঁরা এই হামলা চালান। তবে পুলিশ সেই দাবিকে খারিজ করে দিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভারতীয় ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বর্ণবিদ্বেষপ্রসূত হামলা চালানো হয়েছে।

Advertisement

আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র এক্স-এ লিখেছেন, ‘এই বর্বরোচিত ঘটনার নিন্দা করছি। আশা করছি, দোষীরা কঠোর শাস্তি পাবে।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও জানিয়েছেন। ঘটনা নিয়ে মুখ খুলেছেন সে দেশের মন্ত্রী জিম ও’ক্যালাগানও। তিনি জানিয়েছেন, ‘এ ধরনের আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অভিবাসীদের বিরুদ্ধে যেভাবে হিংসা বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।’ দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement