ভিডিওকন গ্রুপকে ৩০০ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার জন্য ৬৪ কোটি টাকা ঘুষ নেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর। ২০২০ সালে কোচরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টেরট)। একই মামলায় এরপর অভিযোগ করা হয় চন্দার স্বামী দীপকের নামে। তাঁদের নামে অভিযোগ ওঠে অবৈধভাবে ঋণ পাইয়ে দেওয়ার বিরুদ্ধে। সম্প্রতি আদালতে দোষী সাব্যস্ত করা হয় কোচরকে। ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান বেণুগোপাল ধূতের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা হয়।
আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর বেণুগোপাল ধূতকে ৩০০ কোটি টাকার ঋণ পেতে সাহায্য করেছিলেন। এর বিনিময়ে ধূত কোচরের স্বামী দীপকের সংস্থা এনইউ পাওয়ারে অবৈধভাবে টাকা বিনিয়োগ করেন। নিজেদের পেশাদারি পদের অপব্যবহার করে ব্যক্তিগত লাভের জন্য ভিডিওকনকে ওই বিশাল অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কোচরের বিরুদ্ধে। আদালতের একটি নির্দেশনামা থেকে জানা গিয়েছে, কোচর এবং তাঁর স্বামীর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি এবং সেই সিদ্ধান্তকে আদালত সঠিক বলে মনে করছে। আদালত জানিয়েছে যে, ৩০০ কোটি টাকার ঋণ মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওকনের আওতায় থাকা এসপিএল নামের সংস্থার অ্যাকাউন্ট থেকে, এনইউ পাওয়ারে ৬৪ কোটি টাকা ট্রান্সফার করা হয়। এই সংস্থার এমডি কোচরের স্বামী দীপক। তথ্যপ্রমাণ থেকে মনে করা হচ্ছে কোচরের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক। কোচর ছিলেন ব্যাঙ্কের ঋণ অনুমোদন কমিটির সদস্য। ভিডিওকন গ্রুপের ঋণ অনুমোদনের ক্ষেত্রে স্বামী দীপকের সঙ্গে ভিডিওকনের যোগ প্রকাশ করেননি কোচর।
Advertisement
Advertisement
Advertisement



