মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে। রাজ্য-রাজ্যপালের সংঘাত মামলায় এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বৃহস্পতিবার উপাচার্য নিয়োগ মামলায় একথাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। তিনি প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই মন্তব্য করেছেন। ১০ দিন পর এই মামলার পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার এই উপাচার্য নিয়োগ মামলা বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ওঠে। বিচারপতিরা জানান, প্রাক্তন বিচারপতি ললিতের রিপোর্ট এসেছে তাঁদের কাছে। তাঁরা মনে করেছিলেন, একাধিক উপাচার্য নিয়োগে সমস্যা ছিল। রিপোর্ট দেখে বুঝেছেন বিষয়টা তেমনটা নয়। এদিন বিচারপতি বলেন, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কিছু সমস্যা রয়েছে। বাকি উপাচার্যদের মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ইউইউ ললিতের রিপোর্ট বাকি সব পক্ষকে হস্তান্তর করার নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী শুনানি ১০দিন পর।
Advertisement
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘাত চলছিল। অবশেষে রাজ্য সরকার বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে ২০২৪-এর জুলাই মাসে আদালত প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে। গত সপ্তাহে সেই রিপোর্ট পেশ করে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’।
Advertisement
জানা গিয়েছে, ওই কমিটির উপর আদালতের নির্দেশ ছিল, উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে রাজ্যপাল জানান, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এরপরই ওই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।
Advertisement



