আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আগামী ৫০ দিন সময়সীমার মধ্যে যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে রাশিয়া এবং রাশিয়ার বন্ধুদেশগুলির উপর চাপানো হবে ১০০% মার্কিন কর। এই ঘোষণার একদিন পরেই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মুখ্যসচিব মার্ক রাট ভারত, চিন এবং ব্রাজিলের নাম করে হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে এই দেশগুলি বাণিজ্য চালিয়ে গেলে এই দেশগুলির উপর আরোপিত হবে ১০০% মার্কিন কর।
মঙ্গলবার ট্রাম্পের দেওয়া ৫০ দিনের সময়সীমা সরাসরি খারিজ করে দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ জানিয়েছেন যে তাঁরা ট্রাম্পের সময়সীমার তোয়াক্কা করেন না। রাশিয়া নিজেদের শর্তানুযায়ী ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা করবে।
Advertisement
বুধবার, ন্যাটোর মুখ্যসচিব মার্ক রাট ভারতের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট এবং চিনের প্রেসিডেন্টকে সতর্ক করে জানিয়েছেন যে নিষেধ সত্ত্বেও যদি এই দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে তবে তাদের ভয়ঙ্কর অর্থনৈতিক শাস্তি ভোগ করতে হবে। এই দেশগুলি যদি রাশিয়ার থেকে গ্যাস এবং তেল কেনে তাহলে তার ফল ভালো হবে না। পুতিন যদি শান্তি প্রস্তাবকে সঠিক গুরুত্ব না দেন সেক্ষেত্রে এই তিন দেশের উপরেও ১০০% মার্কিন শুল্ক বসবে। এরপর ভা্রতের প্রধানমন্ত্রী এবং চিন ও ব্রাজিলের প্রেসিডেন্টদের পুতিনকে ফোন করে শান্তি আলোচনার ব্যাপারটিকে যথার্থ গুরুত্ব দেওয়ার কথা বলতে বলা হয়।
Advertisement
প্রসঙ্গত, সম্প্রতি ভারতে আমদানি করা অধিকাংশ অপরিশোধিত তেল আসে রাশিয়া থেকে। ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানির বাজারের স্থিতিশীলতা কিছুটা হলেও কমেছে। সেই কারণে ভারত এখন তেল কেনার ক্ষেত্রে রাশিয়াকেই বেছে নিয়েছে। গত বছর জুন মাসে রাশিয়া থেকে ভারতে প্রতিদিন ২০.৮ লক্ষ ব্যারেল তেল আমদানি করা হয়েছে বলে জানিয়েছে কেপলার নামে বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা। ফলস্বরূপ নেটোর এই ১০০% শুল্ক চাপানোর সিদ্ধান্ত হয়ে উঠতে পারে ভারতের বর্তমান বাণিজ্যিক অবস্থার ক্ষেত্রে অসুবিধাজনক।
Advertisement



