বম্বে স্টক এক্সচেঞ্জ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল। মঙ্গলবার সকালে এই মেল পায় বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই-কে কর্তৃপক্ষ। এরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় মুম্বই শহরজুড়ে। এদিন একটি সংবাদ সংস্থা সূত্রে এই খবর প্রথম সামনে আসে। খবর পেয়েই বম্ব স্কোয়াড এবং পুলিশ তাৎক্ষণিভাবে ঘটনাস্থলে পৌঁছয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ ভবনে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ইতিমধ্যে এমআরএ মার্গ থানায় এই হুমকির জেরে একাধিক ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে সূত্রে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রীর নামের ইমেল আইডি থেকে যে এই হুমকি-ইমেল পাঠিয়েছে, তাঁর খোঁজ করেছেন তদন্তকারীরা।
Advertisement
ঘটনার পর পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার একটি মেল পাঠানো হয় কেরলের মুখ্যমন্ত্রী ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামের একটি ই-মেল আইডি থেকে। সেই মেল আইডি থেকে লেখা হয়, বম্বে দালাল স্ট্রিটের স্টক এক্সচেঞ্জের টাওয়ার ভবনে ৪টি আরডিএক্স আইইডি বোমা রাখা হয়েছে। সেই আরডিএক্স আইইডি বোমা থেকে কখন বিস্ফোরণ ঘটতে চলেছে, সে বিষয়ে একটি সময় উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কবাদীদের পক্ষ থেকে বলা হয়, বিকেল ৩টের দিকে এই বিস্ফোরণ ঘটবে।
Advertisement
তবে বম্বে স্কোয়াড এবং পুলিশ তদন্তে সন্দেহজনক কিছু খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টায় স্বস্তি ফিরেছে দালাল স্ট্রিটে। এই ঘটনার পর বম্বে স্টক এক্সচেঞ্জ ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
এদিকে একই দিনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ-সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বারকার সেন্ট থমাস স্কুলেও একই হুমকি দেওয়া হয়েছে। খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এইসব এলাকায়। খবর পেয়ে দিল্লি পুলিশের বম্ব স্কোয়াড এবং দমকল বিভাগ ঘটনাস্থলে যায়। তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক দ্রব্য খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, এই হুমকিগুলিও মুখ্যমন্ত্রী ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামের মেল আইডি থেকেই এসেছে।
Advertisement



