সুভাষ পাল, ১৩ জুলাই– হোমিওপ্যাথি চিকিৎসায় যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে ডা. এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রা: লিমিটেড। রবিবার রজত জয়ন্তী বর্ষ উদযাপনে এমনই বার্তা দিলেন এই সংস্থার কর্ণধার চঞ্চল চন্দ্র দেব। বিভিন্ন ধরনের জটিল রোগের অত্যাধুনিক ওষুধ আবিষ্কার এবং রাজ্য তথা দেশের বহু রোগীর উপর তার ফলপ্রসূ প্রভাবের পর এবার অফথ্যালমিক বিভাগের মাধ্যমে চক্ষু চিকিৎসাও শুরু করতে চলেছে আড়াই দশকের এই পুরনো হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক ও গবেষণা সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র জি এম মানপ্রাপ্ত হওয়ার অন্যতম দাবিদার এই সংস্থাটি তার প্রাণ পুরুষ ডা. এস সি দেব নামাঙ্কিত একটি হোমিওপ্যাথি কলেজ হাসপাতাল তৈরির পরিকল্পনাও শুরু করে দিয়েছে। এবার থেকে আর এলোপ্যাথি নয়, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মুমূর্ষু রোগীকে যে আপৎকালীন চিকিৎসা প্রদান করা যেতে পারে, সেই লক্ষ্যপূরণই এই হাসপাতাল তৈরির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সময়োযোগী ও অত্যাধুনিক হোমিওপ্যাথি চিকিৎসক গড়ে তোলার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই হোমিওপ্যাথি কলেজ।
Advertisement
প্রসঙ্গত, রবিবার শহরের সায়েন্স সিটি অডিটোরিয়ামে ডা. এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রা: লিমিটেডের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ, বারাসত লোকসভার সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক ডা. নির্মল মাজি, দমকল মন্ত্রী সুজিত বসু। আমন্ত্রিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান শ্রী নিমাই ঘোষ, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য এবং সমাজকর্মী শ্রীমতী রিনা দে। এ ছাড়াও আমন্ত্রিত ছিলেন ডা. এস সি দেব হোমিওপ্যাথির ওষুধে রাজ্য তথা দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার যে সব হোমিওপ্যাথি চিকিৎসকরা সফলভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন, সেই সব চিকিৎসক, পাইকারি ও ওষুধ বিক্রেতা এবং অন্যান্যভাবে যাঁরা সংস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন কাজে যুক্ত আছেন তাঁরাও।
Advertisement
এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পর এক ঝাঁক শিল্পী ও তারকা তাঁদের আলোকোজ্জ্বল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলেন। খাস কৌশিক এবং ড. মধুমন্তী মৈত্রের সঞ্চালনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি, ঊষা উত্থুপ, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের সঙ্গীত এবং নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
Advertisement



