• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

ফের ভেঙে পড়ল জাগুয়ার, চলতি বছরেই তৃতীয়বার

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান। স্থানীয় থানার আধিকারিক রাজালদেশর কমলেশ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে বুধবার ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। ভেঙে পড়া যুদ্ধবিমানের পাশ থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত ব্যক্তি বিমানের পাইলট। তবে সরকারিভাবে বায়ুসেনার তরফে কোনও তথ্য শেষ পাওয়া খবরে মেলেনি। সূত্রের খবর, বায়ুসেনার তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। এই নিয়ে চলতি বছরেই জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে খবর, রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছেই ভানুদা গ্রাম। সেখানেই একটি মাঠের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। বুধবার বেলার দিকে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় মানুষ। প্রথমে বুঝতে না পারলেও এর পরেই দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। নজরে পড়তেই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই। ঘটনার কয়েকটি ভিডিও-ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ। বিমানে মোট কতজন ছিলেন, তাও স্পষ্ট নয়। হতাহতের খবরও নিশ্চিত করা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান। স্থানীয় থানার আধিকারিক রাজালদেশর কমলেশ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে।

Advertisement

গত ২ এপ্রিল গুজরাতের জামনগরে বায়ুসেনা ঘাঁটির কাছে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। সেই সময় বায়ুসেনার তরফে বিবৃতি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, রাতের দিকে বায়ুসেনার পাইলট এবং আরও কয়েকজন যুদ্ধবিমান নিয়ে রওনা হয়েছিলেন। ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে যুদ্ধবিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। পাইলট শেষ চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো যায়নি।

Advertisement

এরপর হরিয়ানার পঞ্চকুলাতেও ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট।

জাগুয়ার হল দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনা অনেক দিন ধরেই এই বিমান ব্যবহার করছে। প্রয়োজন অনুসারে জাগুয়ার বিমানের সংস্কারও করা হয়। এখন ভারতীয় সেনার ভান্ডারে প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে। যুদ্ধবিমানকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার দুর্ঘটনার কবলে পড়ছে যুদ্ধবিমান।

Advertisement