দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে ফেরার জল্পনা রাজনৈতিক মহলে চরমে উঠেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত নয়, তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি দলীয় ও জাতীয় পর্যায়ে চলছে।
দলের একটি সূত্র জানিয়েছে, আগস্টের শেষ নাগাদ তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের তফসিল এবং ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। জুলাই-আগস্টে বিএনপির কর্মসূচি, বিশেষ করে ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে বর্ষাকালের কারণে বড় জমায়েতে বাধা আসতে পারে বলেও অনেকে মনে করছেন।
Advertisement
তারেক রহমান দেশে ফিরলে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে থাকার কথা রয়েছে, যেখানে বর্তমানে সংস্কারকাজ চলছে। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তারের পর ২০০৮ সালে তিনি লন্ডনে যান এবং পরে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা বেশিরভাগ মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাঁর প্রত্যাবর্তনে কোনও বাধা নেই বলে জানানো হয়েছে।
Advertisement
লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। এতে কোনও অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের ওপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমানের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা জানাচ্ছেন, ‘শিগগিরই ফিরবেন তারেক সাহেব’, এই বক্তব্য এখন দলের মুখ্য বার্তা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনের আগে বিএনপির জন্য একটি বড় শক্তি হয়ে উঠতে পারে, যা রাজনৈতিকভাবে অক্সিজেন জোগাবে খালেদা জিয়ার দলকে।
Advertisement



