• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লন্ডনে পার্টিতে দুই পলাতক ঋণখেলাপি ললিত ও মালিয়া

গলা জড়িয়ে গান

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতে হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপ সংক্রান্ত মামলা চলছে তাঁদের বিরুদ্ধে। দু’জনেই ভারত থেকে পলাতক। তাঁদের গতিবিধি বা অবস্থান পর্যবেক্ষণ করাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদেশের আইনের চোখে দু’জনেই ফেরার। কিন্তু তাতে কী? আইন-আদালতের চৌহদ্দি ছাড়িয়ে লন্ডনের এক বিলাসবহুল পার্টিতে সুন্দর সন্ধ্যা কাটালেন তাঁরা। সেই পার্টিতে একসঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন তাঁরা। দুই ঋণখেলাপি ললিত মোদী এবং বিজয় মালিয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এদিকে ললিত মোদী এবং শিল্পপতি বিজয় মালিয়াকে হন্যে হয়ে খুঁজছে ভারত। এদেশ-ওদেশ ঘুরে তাঁরা এখন ঠিক কোথায় আছেন, তার আঁচ পাওয়া গেলেও নানা জটিলতায় ভারতে প্রত্যর্পণ সম্ভব হচ্ছে না।

জানা গিয়েছে, ভিডিওটি ললিত মোদীরই আয়োজিত এক জমকালো পার্টির। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন ললিত নিজেই। ভিডিওতে দেখা গিয়েছে ললিত মোদী গান গাইছেন। সেই সময় উঠে এসে গানে গলা মেলালেন বিজয় মালিয়াও। মাইক্রোফোন ধরে গাইতে দেখা গিয়েছে তাঁদের। রাতভর সেই পার্টি চলেছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন ললিত লেখেন, ‘প্রত্যেক বছরের মতোই আমার বাড়িতে সামার পার্টির আয়োজন করেছিলাম। অন্তত ৩১০ জন অতিথি এসেছিলেন। যাঁরা অনেক দূর থেকে শুধু এই পার্টির জন্যই এসেছেন, তাঁদের অজস্র ধন্যবাদ। সারা রাত থেকে নিজের গল্প শোনানোর জন্য ধন্যবাদ ক্রিস গেইলকে।’ এরপরেই রসিকতা করে ললিত বলেন, ‘জানি এই ভিডিও বেশ বিতর্কিত। অবশ্য আমি তো বিতর্কটাই সবচেয়ে ভালো করি। আশা করি এই ভিডিও সমাজ মাধ্যমে ঝড় তুলবে না।’ বিজয় মালিয়াকেও পোস্টে ট্যাগ করেছেন তিনি।

Advertisement

সূত্রের খবর, তারকাখচিত, বিলাসবহুল এই পার্টিতে বিভিন্ন দেশের ধনকুবেররা যোগ দিয়েছেন। ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলও। ইনস্টাগ্রামে মোদী ও মালিয়ার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘উই লিভিং ইট আপ। থ্যাংকস ফর আ লাভলি ইভনিং।’ দু’জনকে ট্যাগও করেন গেইল। পাশাপাশি পার্টির শেষে নিজের সই করা ব্যাটও ললিতকে উপহার দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই আবার প্রশ্ন উঠছে, এই দুই পলাতককে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না? কোনও কিছুকে পরোয়া না করে দু’জনেই খোশ মেজাজে কাটাচ্ছেন বিদেশের মাটিতে।
আইপিএল-এর নেপথ্যে একসময় সুনাম ছিল ললিত মোদীর। কিন্তু ২০১০ সালে বিসিসিআই তাঁকে বরখাস্ত করে। তারপর থেকেই তিনি ব্রিটেনে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইপিএল-এর নিলাম প্রক্রিয়ায় দুর্নীতি, বিদেশি মুদ্রা ব্যবস্থা আইনে গলদ এবং কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

Advertisement