• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৪ বছরে সর্বাধিক বৃষ্টি চলতি জুনে

রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

জুনে স্বাভাবিক বৃষ্টি পেয়েছে তিলোত্তমা। খুব একটা অঘটন না ঘটলে, জুলাইতেও বৃষ্টির দাপট দেখা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত চার বছরের মধ্যে ২০২৫-এর জুন মাসেই কলকাতায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আপাতত বঙ্গে বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে।

Advertisement

সপ্তাহান্তে উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী সাত দিন এমনই ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জুলাই মাসেও কলকাতার স্বাভাবিক বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদও থাকবে নিম্নমুখী। গত ১৭ জুন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে বর্ষা। একই সঙ্গে ছিল জোড়া নিম্নচাপ। সবমিলিয়ে বঙ্গের একাধিক জেলায় জুন মাসে ভারী বৃষ্টিপাত হয়। জুনে ১৯ দিন বৃষ্টি হয়েছে শহরে। কলকাতায় মোট বৃষ্টিপাত হয়েছে ২৪১.৫ মিলিমিটার।

আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, কঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ওড়িশায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম ও রাজস্থানে।

Advertisement