• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ভেন্টিলেটরে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

শরীরের বাম অংশে ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইসিস হওয়ার পর প্রবীণ নেতা 'গুরুজী' শিবু সোরেনকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ শিবু সোরেন। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এ বিষয়ে স্যার গঙ্গারাম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান ড. এ কে ভল্লা জানিয়েছেন, বয়স বেশি হওয়া এবং বাইপাস সার্জারি হওয়ার কারণে পুনরুদ্ধারে সময় লাগছে। পাশাপাশি তিনি ডায়াবেটিসেও আক্রান্ত। তাঁর কিডনি এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে। সম্প্রতি তাঁর ব্রেন স্ট্রোকও হয়েছিল, যার ফলে সুস্থ হতে সময় লাগছে। তবে আশার কথা হল, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

জানা গিয়েছে, শরীরের বাম অংশে ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইসিস হওয়ার পর প্রবীণ নেতা ‘গুরুজী’ শিবু সোরেনকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন থেকে তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন। এর ফলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং তাঁর পুত্র হেমন্ত সোরেন প্রায় এক সপ্তাহ ধরে দিল্লিতেই থেকে তাঁর তদারকি করছেন।

Advertisement

এদিকে ঝাড়খণ্ডের নেতাদের প্রিয় ‘গুরুজী’র খবর নেওয়ার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভিড় লেগেই রয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের রাজ্যমন্ত্রী এবং রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ, সিপিআইএম নেতা বৃন্দা কারাত, ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গওয়ার, সাংসদ চন্দ্র প্রকাশ চৌধুরী সহ অনেক নেতাই স্যার গঙ্গারাম হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর নিয়েছেন।

Advertisement

উল্লেখ্য, শিবু সোরেন ঝাড়খণ্ডে ‘দিশোম গুরু’ নামে পরিচিত। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে তাঁর স্ত্রী কল্পনা সোরেন, ভাই বসন্ত সোরেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও দিল্লিতেই আছেন। সেখানে তাঁরা শিবু সোরেনের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন স্থানে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হচ্ছে।

Advertisement