• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

নির্মল বাংলায় কেন্দ্রের পুরস্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ : বেচারাম

অনুষ্ঠান থেকে মন্ত্রী উদ্বোধন করেন একটি প্লাস্টিক বোতল ক্রুশের মেশিনও। এর মাধ্যমে প্লাস্টিক ব্যাগ এবং বোতল পুনর্ব্যবহার করা যাবে।

‘বাংলার মানুষ সচেতন, তার প্রমাণ মিলেছে কেন্দ্রীয় রিপোর্টে’ এমনই মত রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার। উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’। তার আগে বুধবার মন্ত্রী বেচারামের সভাপতিত্বে পঞ্চায়েত দফতরে পালিত হল এই দিবস। পরিষ্কার-পরিচ্ছন্নতার নিরিখে বাংলা কতটা এগিয়ে তার স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী জানান, ‘মিশন নির্মল বাংলা, স্বচ্ছ ভারত মিশন-সহ বিভিন্ন স্বচ্ছতা প্রকল্পে গোটা দেশে বাংলার স্থান শীর্ষে। স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে অন্যান্য রাজ্যগুলির তুলনায় বাংলা অনেকটাই এগিয়ে রয়েছে। আমাদের কাছে বার্তা এসেছে, বাংলার এই ভালো ফলাফলের জন্য আমরা কেন্দ্র কর্তৃক দুটি অথবা তিনটি পুরস্কার পেতে চলেছি। এই সফলতা কেবল রাজ্য সরকার, সংশ্লিষ্ট দফতর এবং নেতামন্ত্রীদের নয়, বরং আপামর বাংলার সাধারণ মানুষেরও। আজ রাজ্যবাসীর সচেতনতার কারণেই আমরা ডেঙ্গু, ম্যালেরিয়ার মত রোগের দাপট ঠেকাতে সফল হয়েছি।’

এদিনের অনুষ্ঠান থেকে মন্ত্রী উদ্বোধন করেন একটি প্লাস্টিক বোতল ক্রুশের মেশিনও। এর মাধ্যমে প্লাস্টিক ব্যাগ এবং বোতল পুনর্ব্যবহার করা যাবে। পাশাপাশি এদিন দফতরের সমস্ত আধিকারিকরা তাঁদের কাছে জমে থাকা প্লাস্টিক ব্যাগ এবং বোতল জমা দেন, তার পরিবর্তে একটি করে পরিবেশবান্ধব ব্যাগ পান।

Advertisement

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ‘পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের অফিস থেকেই প্রথম আমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার শপথ নিলাম। আমার মতে, অফিস-আদালতের শিক্ষিত মানুষকে আগে সচেতন করতে হবে। তাঁরা নিজ অঞ্চলে আরও দশজন মানুষকে সচেতন করবেন। এভাবেই গোটা সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া যাবে। প্লাস্টিক বর্জ্য একত্রিত করে আমরা পুনর্ব্যবহারের পথে হাঁটছি। লক্ষ্য, মাটিতে অবাধে জল প্রবেশের সুযোগ করে দেওয়া যাতে মাটির নিচের জলস্তর সুষ্ঠুভাবে বজায় থাকে।’ তাঁর সংযোজন, ‘বাংলার গ্রামাঞ্চল এখন অনেক উন্নত এবং গ্রাম বাংলার মানুষ সচেতনও। কেবল খোলা জায়গায় শৌচকর্ম করা থেকেই নয় বরং তাঁরা জল জমতে পর্যন্ত দেন না। আমরা আশাবাদী, বাংলার একশো শতাংশ মানুষ পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হয়ে আগামীতে এগিয়ে আসবেন।’

Advertisement

Advertisement