সামান্য কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডারপিছু ৫৮ টাকা করে কমেছে দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৬৯ টাকা। রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। তবে, দাম কমার এই সুবিধা পাবেন না সাধারণ মানুষ। কারণ গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি।
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮২৬ টাকা থেকে কমে হয়েছে ১৭৬৯ টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৭২৩ টাকা সেটা কমে বর্তমানে হয়েছে ১৬৬৫ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬১৬ টাকা ৫০ পয়সা। আর চেন্নাইয়ে দাম ১৮২৩ টাকা ৫০ পয়সা।
Advertisement
ভারতের মোট এলপিজির প্রায় ৯০ শতাংশ গৃহস্থালীর রান্নার জন্য ব্যবহার করা হয়। অবশিষ্ট ১০ শতাংশ বাণিজ্যিক, শিল্প এবং যানবাহন খাতে চলে যায়। বাণিজ্যিক দামের ওঠানামা হলেও গৃহস্থালি সিলিন্ডারের দাম প্রায়ই স্থিতিশীল থাকে। এখন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা।
Advertisement
বাণিজ্যিক গ্যাস এবং এটিএস-এর দামে পরিবর্তন এলেও দেশে পেট্রল ও ডিজেলের দাম একই রয়েছে। গত বছর মার্চ মাস থেকেই এর দামে পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তিত হয়। তার ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক এলপিজির দাম কমেনি।
Advertisement



