• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাঁকুড়ার লোকালয়ে হাতির হানা, বাড়ি-দোকানে ভাঙচুর

শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির মাঝে একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে গঙ্গাজলঘাটি ব্লকের কলগোড়া বাজারে ও শ্রীচন্দ্রপুর গ্রামে।

ফাইল ছবি।

ফের হাতির হানা বাঁকুড়ায়। শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির মাঝে একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে গঙ্গাজলঘাটি ব্লকের কলগোড়া বাজারে ও শ্রীচন্দ্রপুর গ্রামে। একটি দোকান এবং বাড়িতে হামলা চালায় হাতিটি। যদিও এই ঘটনায় হতাহতের খবর নেই। তবে স্থানীয় বাসিন্দারা প্রবল আতঙ্কে রয়েছেন। বন দপ্তরের এক আধিকারিক বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।’

বন দপ্তর সূত্রে খবর, বড়জোড়া ও গঙ্গাজলঘাটি রেঞ্জ মিলিয়ে আপাতত তিনটি হাতি রয়েছে। এর মধ্যে দুটি হাতি রয়েছে বড়জোড়া রেঞ্জের মালিয়াড়ার জঙ্গলে। অপর একটি হাতি রয়েছে গঙ্গাজলঘাটি রেঞ্জের দেউলিতে। শনিবার রাতে প্রবল বৃষ্টির চলাকালীন একটি হাতি কলগোড়া এলাকায় লোকালয়ে ঢুকে দোকানে ভাঙচুর চালায়। এরপর হাতিটি হাজির হয় পার্শ্ববর্তী শ্রীচন্দ্রপুর গ্রামে। উজ্জ্বল বাউড়ি নামে শ্রীচন্দ্রপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় হাতিটি।

Advertisement

আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। উজ্জ্বল বলেন, ‘আমরা বাড়িতেই ঘুমোচ্ছিলাম। রাত তিনটা নাগাদ হঠাৎ প্রবল শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি, উঠোনে দাঁড়িয়ে রয়েছে হাতিটি। ভয়ে তখন প্রাণ যায় যায় অবস্থা। ওই অবস্থায় কোনও মতে পরিবারের অন্যদের নিয়ে বাড়ির বাইরে নিয়ে আসি। ঠিক তার পরেই হাতিটি বাড়ির মাটির দেওয়াল ভাঙতে শুরু করল। এই ভরা বর্ষায় আমরা অসহায় হয়ে পড়েছি।’

Advertisement

Advertisement