এবছর শিল্পী মিন্টু পালের ১৮ টি দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে দুবাই, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায়। কুমোরটুলিতে এরকম ঘটনা নজিরবিহীন। গতবছর শিল্পীর ১৪টি প্রতিমা পাড়ি দিয়েছিল বিদেশের নানান জায়গায়। দুর্গা প্রতিমা ছাড়াও বিদেশে গেছে মিন্টু পালের হাতে গড়া লক্ষ্মী, সরস্বতী এবং কালীমূর্তি। এবছর লক্ষ্মী, সরস্বতী, কালী এবং দুর্গা প্রতিমা নিয়ে সব মিলিয়ে ২৬ টি প্রতিমা যাবে দেশের বাইরে। এই প্রতিমাগুলি এবার পৌঁছে যাবে থাইল্যান্ড, স্পেন, ইটালি, সুইডেনের মতন দেশগুলিতেও। ইতিমধ্যেই ১৪টি দুর্গা প্রতিমা বিমানে পাড়ি দিয়েছে বিদেশে। যদিও শিল্পী এবছর ফাটা কেষ্ট-র পুজোর কালীমূর্তি তৈরি করার বায়না পেয়েছেন বলে বেশি উত্তেজিত।
মিন্টু পাল জানিয়েছেন, এই মূর্তি গড়ার জন্য উনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং এবছর এই মূর্তি তৈরির বায়না পাওয়ায় একরকম স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। মিন্টু পালের তৈরি এক-একটি প্রতিমার দাম ২ থেকে ৩ লাখ টাকা। উনি জানান, যেহেতু বিদেশে প্রতিমা নিয়ে যাওয়ার খরচ বিপুল তাই দাম সাধ্যের মধ্যে রাখতে হয়। দিন দিন মিন্টুর গড়া প্রতিমার চাহিদা বেড়েই চলেছে। কলকাতার সব নামকরা দুর্গাপুজো কমিটিগুলি মিন্টু পালের টিমকেই দিচ্ছে মূর্তি গড়ার দায়িত্ব। শিল্পী জানিয়েছেন, ওনার টিমে ১৮ জন কাজ করলেও মূর্তি এবং মূর্তির চোখ উনি নিজে হাতে তৈরি করেন আর এর ফলেই হয়তো একটি নির্দিষ্ট ঘরানার প্রতিমা তৈরি হয়।
Advertisement
Advertisement
Advertisement



