• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চেতলার বৃদ্ধাশ্রমে মেয়র, দিঘায় নিয়ে যাওয়ার আশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশে চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে পৌঁছে যান মেয়র। সেখানে থাকা প্রবীণ আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি।

রথযাত্রার দিনে একদিকে যখন দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে টান পড়ল জগন্নাথদেবের রথের রশিতে, অন্যদিকে তখনই কলকাতায় এক আবেগঘন মানবিক উদ্যোগে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সকালে চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে পৌঁছে যান মেয়র। সেখানে থাকা প্রবীণ আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং প্রত্যেকের হাতে দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তুলে দেন পুরমন্ত্রী।

ফিরহাদ হাকিম এদিন জানান, যদি বৃদ্ধাশ্রমের কেউ দিঘার জগন্নাথ মন্দিরে যেতে চান, তাহলে তাঁদের সেই সুযোগ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘কলকাতা থেকে সরকারি বাসে আপনাদের দিঘায় নিয়ে যাওয়া হবে এবং দর্শনের পর আবার ফিরিয়ে আনা হবে। মুখ্যমন্ত্রীর তরফে সমস্ত ব্যবস্থা করা হবে।’

Advertisement

তবে প্রত্যেকের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেই ভিত্তিতেই এই ভ্রমণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মেয়রের কথায়, ‘যাঁরা সুস্থ আছেন এবং মনে করছেন যেতে পারবেন, তাঁদেরকেই এই যাত্রায় নেওয়া হবে।’

Advertisement

Advertisement