• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর উদ্বিগ্ন ভারত

প্রেসিডেন্ট মাসুদ তেজেস্কিয়ানকে ফোন মোদীর

প্রতিনিধিত্বমূলক চিত্র

১৪ দিনের সময় নিলেও মাত্র ৭২ ঘন্টার মধ্যেই ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর এই আচমকা হস্তক্ষেপে ইরান-ইজরায়েল যুদ্ধের ঝাঁঝ আরও বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন।

প্রসঙ্গত শনিবার ইরানে কমপক্ষে তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা। সেই হামলার পরেই ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি অন্য মাত্রা নিয়েছে। রবিবার ভোরে ইরানের সঙ্গে ইজরায়েলের এই সংঘাতে যোগ দিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন এই হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে। হামলার পর আমেরিকার বিমান ইরানের আকাশসীমা ছেড়ে নিরাপদে বেরিয়েও গিয়েছে। এর পরেও ইরান যদি শান্তিস্থাপন না করে, তবে আগামী দিনে আরও ভয়ানক হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরানের ফরডো, নাতান্‌জ এবং এসফাহানে আমেরিকা হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রশাসনিক প্রধানকে ফোন করে শান্তিপ্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংঘাত প্রশমনের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। তিনি পোস্ট করেছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। ফোনে দুই রাষ্ট্রনেতার কথোপকথনে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন মোদী। তিনি ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনের আর্জি জানিয়েছেন।

Advertisement

সমাজমাধ্যমের পোস্টে মোদী লেখেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আরও একবার আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সুস্থিতি ফিরে আসুক।’

Advertisement