• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংঘাতের পথে যাবে না বিএনপি

লন্ডনে ইউনূসের সঙ্গে বৈঠকের পর খালেদা পুত্রের বিদ্রোহের আগুন নিভে গেল

ফাইল চিত্র

বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে সুর চড়াচ্ছিল বিএনপি। এর মধ্যে প্রধান ভূমিকায় ছিল খালেদা জিয়ার বিএনপি। তারা আগামী ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে সরব হয়েছে একাধিকবার। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি সেই বিদ্রোহের সুর অনেকটাই নরম করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে খালেদা পুত্র তারেক রহমানের একটি বৈঠকে সেই সমঝোতা হয়েছে বলে রাজনৈতিক মহলে খবর।

খালেদা পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত ১৩ জুন লন্ডনে তিনি ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। তারপরেই সুর নরম করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আস্থা ও বিশ্বাস রেখে এগিয়ে চলবে বলে জানিয়ে দিয়েছে খালেদার দল। আপাতত এই দল এমন কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়ে চলছে, যাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের পারস্পরিক অবিশ্বাস তৈরি না হয়।

Advertisement

জানা গিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তারেকের সঙ্গে বৈঠকের পর বার্তা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনূস জানিয়েছেন, ভোট ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই সংস্কারের পর ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

প্রসঙ্গত জাতীয় সংসদের নির্বাচনের প্রশ্নে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামি ওরফে ‘জামাত’ গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতাদের নতুন দল এনসিপি এ বিষয়ে বরাবরই ইউনূসের পাশেই রয়েছে। তাদের এই অবস্থান নিয়ে বিএনপি নেতৃত্ব ইতিপূর্বে নিশানাও করেছিল এই দুই দলকে। গত কয়েক মাস ধরে জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে ইউনূস সরকারের সমালোচনা করে গিয়েছে বিএনপি নেতৃত্ব। তারেক সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে ভোট করা না হলে তাঁরা আন্দোলনে নামবেন। কিন্তু ইউনূসের সঙ্গে তারেকের লন্ডনে কী এমন গোপন বোঝাপড়া হল, যার জন্য বিএনপির বিদ্রোহের আগুন নিভে গেল? বিষয়টি নিয়ে এপার-ওপার দুই বাংলার রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা ছড়িয়েছে।

Advertisement