• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

কেরলের বিমানবন্দরে ব্রিটিশ যুদ্ধবিমানের জরুরি অবতরণ ঘিরে চাঞ্চল্য

সেই মহড়ায় যোগ দিয়েছিল ব্রিটেনের যুদ্ধজাহাজ ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। ওই যুদ্ধজাহাজেই ছিল এই ‘এফ-৩৫বি’ যুদ্ধবিমানটি। এদিন সেটি মহড়ায় অংশ নিয়েছিল।

ফাইল চিত্র

শনিবার রাতে কেরলের বিমানবন্দরে নেমে পড়ল ব্রিটিশ যুদ্ধবিমান ‘এফ-৩৫বি’। আচমকা কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে যুদ্ধবিমানটি এই জরুরি অবতরণ করে। এই বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই তৎপর হয়ে ওঠে ভারতীয় বায়ুসেনা। প্রশ্ন ওঠে, আচমকা এই ব্রিটিশ যুদ্ধ বিমান কোনও রকম অনুমতি ছাড়াই কোথা থেকে এলো? কীভাবে এলো?

বিশেষজ্ঞদের মতে, ‘এফ-৩৫বি’ উন্নতমানের একটি যুদ্ধবিমান। অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যেও সেটি ওঠা-নামা করতে পারে। মূলত আমেরিকা, ব্রিটেন এবং ন্যাটো বাহিনীর কাছে এই বিমান রয়েছে। মার্কিন বিমান নির্মাণ সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে। যদিও তার আচমকা অবতরণ প্রসঙ্গে ব্রিটেন সরকার বা যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থার তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

তবে এই যুদ্ধ বিমানের আচমকা অবতরণ প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, বর্তমানে ভারত মহাসাগরে ভারত ও ব্রিটেনের নৌসেনার যৌথ মহড়া চলছিল। সেই মহড়ায় যোগ দিয়েছিল ব্রিটেনের যুদ্ধজাহাজ ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। ওই যুদ্ধজাহাজেই ছিল এই ‘এফ-৩৫বি’ যুদ্ধবিমানটি। এদিন সেটি মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু খারাপ আবহওয়ার কারণে সেটি ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ যুদ্ধবিমান পর্যন্ত পৌঁছতে পারেনি। পাশাপাশি জ্বালানি কম থাকায় বিমানটির জরুরি অবতরণের প্রয়োজন হয়ে পড়তেই কেরলের বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ‘এফ-৩৫বি’ যুদ্ধবিমানটিকে সবরকম ভাবে সাহায্য করা হয়েছে।

Advertisement

Advertisement