গুজরাতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্রায় ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনে যাওয়ার পথে আহমেদাবাদে আচমকা ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সংখ্যা প্রকাশ করলেও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, বিমানে থাকা সমস্ত যাত্রী এবং কর্মীদের সকলেরই মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। খবর প্রকাশ্যে আসতেই তাঁর খোঁজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আকাশে ওড়ে। লন্ডনে রওনা হওয়ার উদ্দেশ্যে আকাশে উড়তেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমানটি। যেখানে ভেঙে পড়ে সেখানে একটি বহুতল রয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাটি কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে প্রায় ২৪২ জন ছিলেন। বিমানটির মডেল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বলে জানা গিয়েছে।
Advertisement
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি। অনেকেরই আশঙ্কা, লোকালয়ে থাকা অনেকেরই প্রাণহানি হতে পারে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধার কাজ। গান্ধিনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
Advertisement
সূত্রের দাবি, ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, ‘একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়’। ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং প্যাটেল সামাজিক মাধ্যমে লেখেন, “অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দিয়েছি।”
Advertisement



