• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অভিষেককে নিয়ে টানাটানি দুই প্রধানের

দীর্ঘ আলোচনায় বিষয়টি বেশ অনেকটাই এগিয়েছিল। বর্তমানে সবুজ-মেরুন এই লড়াইয়ে ঢুকে পড়ায় ইস্টবেঙ্গলের জন্য কাজটা বেশ কঠিন হল তা আর বলাই বাহুল্য।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দলবদলের বাজারে ফের শুরু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের চিরপরিচিত লড়াই। ঘটনার সূত্রপাত, ইস্টবেঙ্গলে একপ্রকার নিশ্চিন্ত হয়ে যাওয়া তরুণ ভারতীয় ডিফেন্ডার অভিষেক সিং টেকচামকে নিয়ে। জানা গেছে তাঁকে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে কর্থাবার্তা একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছিল গত মরশুমে পাঞ্জাবের হয়ে খেলা ডিফেন্ডার অভিষেকের।

গত সোমবার নাকি মোহনবাগানের তরফে আরও বেশি অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। আসলে শুরু থেকেই অভিষেকের উপর নজর ছিল লাল-হলুদ কর্তাদের। সেইমত, মরশুম শেষ হওয়ার পর থেকে পাঞ্জাবের সঙ্গে কথা শুরু করেন তাঁরা। দীর্ঘ আলোচনায় বিষয়টি বেশ অনেকটাই এগিয়েছিল। বর্তমানে সবুজ-মেরুন এই লড়াইয়ে ঢুকে পড়ায় ইস্টবেঙ্গলের জন্য কাজটা বেশ কঠিন হল তা আর বলাই বাহুল্য।

Advertisement

আসলে, গত মরশুমে ২৩ বছরের মনিপুরী এই ডিফেন্ডার পাঞ্জাবের হয়ে খেলে নজর কেড়েছিলেন। স্বাভাবিকভাবেই ডিফেন্স শক্তিশালী করতে কলকাতার দুই প্রধানেই নজর পড়েছে তাঁর উপর। কারণ, গত মরশুমে ডিফেন্স সমস্যা বেশ ভুগিয়েছে দুই দলকেই।

Advertisement

পাশাপাশি, আসন্ন মরশুমে দ্বিতীয়বারের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। সেজন্য, গত মরশুমে তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস ভালো খেলে নিজেকে প্রমাণ করলেও কঠিন ম্যাচগুলোর জন্য তাঁদের দরকার একজন অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ড। আর সেজন্যই অভিষেকে টার্গেট করেছে তারা। এবার দেখা যাক, শেষপর্যন্ত কোন দলে যোগ দেন তরুণ এই ভারতীয় ডিফেন্ডার।

Advertisement