• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

স্নানযাত্রায় দিঘার মন্দিরে নিয়ম মেনে পালিত হবে আচার অনুষ্ঠান

বুধবার স্নানযাত্রার অনুষ্ঠানের পর ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মন্দিরে কেউ প্রবেশ করতে পারবেন না।

বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘার মন্দিরেও রীতিনীতি মেনে স্নানযাত্রা পালিত হবে। রথযাত্রার আগে এ দিন একাধিক আচার অনুষ্ঠান রয়েছে। সেগুলি কী এবং কখন পালিত হবে তার সময়সূচি প্রকাশ করেছে দিঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বুধবার স্নানযাত্রার অনুষ্ঠানের পর ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মন্দিরে কেউ প্রবেশ করতে পারবেন না।

মন্দিরের তরফে প্রকাশ করা সময়সূচি অনুযায়ী, ১১ জুন, বুধবার সকাল ৯টায় নিয়ম মেনে পাহাণ্ডি বিজয় উৎসব হবে। বেলা ১১টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রার আয়োজন করা হবে। দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে একটি মণ্ডপ তৈরি করা হচ্ছে। সেখানে ভক্তদের সামনেই স্নানযাত্রার অনুষ্ঠান আয়োজিত হবে। এরপর দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গজবেশ দর্শন অর্থাৎ হস্তীবেশে রূপদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। সেই সময় জগন্নাথদেব দর্শন করতে পারবেন না ভক্তরা। কথিত আছে, স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর আসে। ফলে টানা কয়েকদিন অন্তরালেই থাকেন তিন ভাইবোন। এই সময় ভক্তদের বিগ্রহ দর্শন করতে দেওয়া হয় না। এই দিনগুলিতে ৫৬ ভোগের আয়োজনও করা হবে না।

Advertisement

২৬ জুন হবে নবযৌবন ও নেত্র উৎসব। ২৭ জুন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা মহোৎসব পালিত হবে। আলাদা আলাদা তিনটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিযে যাওয়া হবে ‘মাসির বাড়ি’তে। ওল্ড দিঘার সমুদ্রসৈকতে পুরনো জগন্নাথ মন্দির প্রাঙ্গণকে ‘মাসির বাড়ি’ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে। এই মন্দিরের উন্নয়নে প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। উল্টোরথ পর্যন্ত এই মন্দিরেই রাখা হবে তিন দেবতার বিগ্রহ। জানা গিয়েছে, রথে করে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নিম কাঠের মূর্তি। পাথরের মূর্তি মন্দিরের ভিতরেই থাকবে।

Advertisement

Advertisement