• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আনসেলোত্তির অধীনে প্রস্তুতিতে ব্রাজিল

ম্যাচের জন্যই ২৫ সদস্যের দলকে নিয়ে এদিন থেকে প্রস্তুতি শুরু করলেন তিনি। অনুশীলনের শুরুতেই ফুটবলারদের সঙ্গে পরিচিতি পর্ব সারেন তিনি।

ফাইল চিত্র

আনসেলোত্তিকে কোচ করা নিয়ে কম টালবাহানা হয়নি ব্রাজিল ফুটবলে। তবে, আপাতত সেইসব জটিলতাকে দূরে সরিয়ে রেখে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতিতে নেমে পড়লেন কার্লো আনসেলোত্তি। আগামী ৫ জুন অ্যাওয়ে ম্যাচে গ্ৰুপের দ্বিতীয়স্থানে থাকা ইকুয়েডরের মুখোমুখি হবে তার দল। সেই ম্যাচের জন্যই ২৫ সদস্যের দলকে নিয়ে এদিন থেকে প্রস্তুতি শুরু করলেন তিনি। অনুশীলনের শুরুতেই ফুটবলারদের সঙ্গে পরিচিতি পর্ব সারেন তিনি। এরপরই ছোট্ট টিম মিটিং করে তারপরই দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েন তিনি।

এরপর, অনুশীলনের শুরুতে ফের আরও একবার দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিজ্ঞ এই কোচ। আসলে, ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য আসন্ন এই ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য। বর্তমানে, পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাফিনহা – ভিনিসিয়াস জুনিয়ার’রা।

Advertisement

তবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে টেবিলে পঞ্চম এবং ষষ্ঠস্থানে থাকা প্যারাগুয়ে ও কলম্বিয়া। পাশাপাশি, সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-৪ গোলে হারের ফলে তাদের মনোবলও বেশকিছুটা তলানিতে। ইকুয়েডরের বিরুদ্ধে যোগ্যতা ম্যাচের আগে সেই হারানো মনোবল ফিরিয়ে আনাই আসল চ্যালেঞ্জ কোচ আনসেলোত্তির কাছে। কিন্তু, সদ্য দায়িত্ব নেওয়া অভিজ্ঞ ইতালিয়ান এই কোচ বিষয়টি নিয়ে বিশেষ ভাবতে নারাজ। আসন্ন দু’টি ম্যাচ জিতে ২০২৬ বিশ্বকাপের
টিকিট নিশ্চিত করে এখন তার প্রধান লক্ষ্য।

Advertisement

Advertisement