• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছায়ানট (কলকাতা) কতৃর্ক নজরুল পুরস্কার

ছায়ানট (কলকাতা)-র সভাপতি সোমঋতা মল্লিক। এ ছাড়াও ছিল নজরুল কবিতা আবৃত্তি। দলীয়ভাবে অংশগ্রহণ করেন— প্রীতম ভট্টাচার্যের পরিচালনায় কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র-এর শিল্পীবৃন্দ।

নিজস্ব চিত্র

২৪ মে (শনিবার) কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোরে ‘সাম্যবাদী নজরুল’ অনুষ্ঠানে এপিজে বাংলা সাহিত্য উৎসব এবং ছায়ানট (কলকাতা)-এর যৌথ উদ্যোগে প্রদান করা হল নজরুল পুরস্কার-২০২৫। প্রথমবারের মতো নজরুল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. শেখ মকবুল ইসলাম। উল্লেখ্য যে, এবছরই ছায়ানট (কলকাতা) সংস্থার তরফে প্রথম নজরুল পুরস্কার প্রদান করা হল। নজরুল-বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন এই সময়ের দুই বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল ও ঋজুরেখ চক্রবর্তী। বর্তমান সময়ে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা নয়, বরং কতটা অপরিহার্য— সেই বিষয়ে আলোকপাত করেন বিদগ্ধজনরা। “আমি চিরতরে দূরে চলে যাব” গানে সুচনা করেন

ছায়ানট (কলকাতা)-র সভাপতি সোমঋতা মল্লিক। এ ছাড়াও ছিল নজরুল কবিতা আবৃত্তি। দলীয়ভাবে অংশগ্রহণ করেন— প্রীতম ভট্টাচার্যের পরিচালনায় কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র-এর শিল্পীবৃন্দ। এককভাবে কবিতা আবৃত্তি করেন— দেবযানী বিশ্বাস, সুরজিৎ সেন, সুকন্যা রায়, রুনা মুখার্জী, স্বাতী ভট্টাচার্য্য, অরূপ রায় চৌধুরী, চয়নিকা বিশ্বাস চট্টোপাধ্যায়, শ্রবণা ভট্টাচার্য, তুয়ান বিশ্বাস, পাপিয়া দাস, চিত্রা সোম বাসু, সীমা দাশগুপ্তা, মিঠু মিত্র, রীনা মজুমদার বসু, সুমিতা ভট্টাচার্য, প্রাযুক্তা চক্রবর্তী, রুমা চক্রবর্তী এবং অপর্ণা চক্রবর্ত্তী।

Advertisement

Advertisement

Advertisement