কাজি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা পুরসভার সদর দপ্তরে সোমবার আয়োজিত হয় এক বিশেষ সম্মানজ্ঞাপন অনুষ্ঠান। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এদিন বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশীষ কুমার, বিভিন্ন বোরোর চেয়ারপার্সন এবং পুরসভার একাধিক আধিকারিক। মাল্যদান শেষে মেয়র বলেন, ‘নজরুল ইসলামের স্বাধীনতা সংগ্রাম, দেশাত্মবোধ এবং সর্বধর্ম সমন্বয়ের বার্তা আজও সমান প্রাসঙ্গিক। তিনি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। আজকের প্রজন্মের কাছে তাঁর আদর্শ চিরকাল উদাহরণ হয়ে থাকবে।’
Advertisement
Advertisement
Advertisement



