• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল দলে এলেন বাংলার দুই ক্রিকেটার

শুভমন গিল (অধিনায়ক) ঋষভ পন্থ (সহ-অধিনায়ক) যশস্বী জয়সওয়াল লোকেশ রাহুল সাই সুদর্শন অভিমন্যু ঈশ্বরণ করুণ নায়ার নীতীশ রেড্ডি রবীন্দ্র জাডেজা ধ্রুব জুরেল ওয়াশিংটন সুন্দর শার্দূল ঠাকুর জসপ্রীত বুমরাহ মহম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশ দীপ অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেট দলে নতুন অধিনায়ক পাওয়া গেল। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে নিজেদের ব্যাট সরিয়ে রাখার পরে নির্বাচকমণ্ডলী বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন অধিনায়ক বাছাই নিয়ে। বেশ কয়েকদিন প্রধান নির্বাচক অজিত আগরকার ও কোচ গৌতম গম্ভীর দফায় দফায় আলোচনা করেছিলেন। এমনকি শুভমন গিলের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন কোচ গম্ভীর। সেদিনই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। তাই সত্যি হল। শনিবার ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে অধিনায়ক সহ ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে বলতে পারা যায়, এবারে আইপিএল ক্রিকেটে শুভমন গিলের পারফরম্যান্স সবার নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি, দলের অধিনায়ক হিসেবেও অনেককেই ছাপিয়ে গিয়েছেন। সেই কারণেই অধিনায়ক বাছাই পর্বে অন্য যে সমস্ত নাম উঠে এসেছিল, তাঁদের মধ্যে শীর্ষ নামটাই ছিল শুভমন গিল। নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল অবশ্যই দলকে অনুপ্রাণিত করবেন বলে বিশ্বাস আর এই দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশে তরুণ খেলোয়াড়দের সমন্বয় ঘটেছে। একদিকে তরুণ ক্রিকেটারদের স্বপ্ন আর অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটারদের চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। তবে ভারতীয় দলে জায়গা হল না অন্যতম সেরা পেসার মহম্মদ শামির। আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল, শামিকে দলে রাখা সম্ভব হবে না। তার প্রধান কারণ হল চোট। চোট পুরোপুরি তাঁর সারেনি। যার ফলে দীর্ঘ সময় ধরে মাঠে থাকা এবং বল করা তাঁর পক্ষে সম্ভব হবে না। আবার বাদের তালিকায় পড়েছেন সরফরাজ খান এবং শ্রেয়স আইয়ার। তবে সরফরাজের বাদ যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। শুভমনের নেতৃত্বে ভারতীয় দল উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে ঋষভ পন্থকে। ঋষভ আবার দলের সহঅধিনায়ক হয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে।

মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বাংলার অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শনকে রাখা হলেও প্রথম একাদশে কার জায়গা হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা কারও কাছে পৌঁছয়নি। অবশ্যই ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলকে দেখতে পাওয়া যাবে। সেই লক্ষ্যে দলে থাকলেন। প্রয়োজনে লোকেশ রাহুলকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দেখা গেলেও কোনও ভুল হবে না। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন করুণ নায়ার। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সামলাতে পারেন, সেই ভাবনাতেই দলে সংযোজন করা হয়েছে ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের।

Advertisement

অবশ্য এই তিন খেলোয়াড়ের অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। দলে যখন মহম্মদ শামি নেই, তখন বোলারদের সামাল দেওয়ার জন্য অবশ্যই যশপ্রীত বুমরাকে দেখতে পাওয়া যাবে। পেস বোলার বুমরার উপরেই সবচেয়ে বেশি নির্ভর করতে হবে শুভমনদের। ইংল্যান্ডের মাঠে ভারতীয় দল কীভাবে মোকাবিলা করবে, এই বিষয়ে নতুন অধিনায়ক বুমরার কাছে পরামর্শ নেবেন। বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, বাংলার আকাশ দীপ এবং অর্শদীপ কেমন পারফরম্যান্স করবেন, সেদিকেও নজর রাখবে বোর্ড। স্পিন বোলার হিসেবে কুলদীপ যাদবকেই এগিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে বলতে পারা যায়, ভবিষ্যতের কথা ভেবেই ইংল্যান্ড সফরে ভারতীয় দল গঠন করা হয়েছে।

Advertisement

একথা প্রধান নির্বাচক অজিত আগরকরও স্বীকার করেন। এই সফর দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হবে, এই ভাবনা মাথায় রাখতে হবে। ফলে কিছুটা চাপে থাকবেন কোচ গৌতম গম্ভীর।

আগামী দু’বছর বাদে অর্থাৎ ২০২৭ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত আবার খেলতে পারে, তার ছক এখন থেকেই তৈরি করছে। সাই সুদর্শন, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং ও আকাশদীপের কাছে বড় লড়াই।

এখন প্রশ্ন হল, শুভমন গিলকে অধিনায়ক করার পিছনে কী কারণ? তার উত্তরে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, শুভমন একজন তরুণ ক্রিকেটার। সাহসী চরিত্রের খেলোয়াড়। লড়াকু মনোভাব রয়েছে। সবসময়ই চেষ্টা করে কীভাবে এগিয়ে যেতে হয়। দায়িত্ব অবশ্যই একটা চাপ। তবুও বিশ্বাস করি, এই তরুণ ক্রিকেটারের প্রতিভা আছে এবং দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তবে কেন বুমরাকে অধিনায়ক করা হল না? এই প্রশ্নও উঠতে পারে। তাঁর অভিজ্ঞতা এবং টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জয়ের মুখও দেখেছেন। কিন্তু বোলার হিসেবে দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁকে পালন করতে হবে। সেই কারণে অন্য কোনও চাপের মুখে বুমরাকে রাখা হয়নি বলে প্রধান নির্বাচকের অভিমত। এটা মনে রাখতে হবে, যিনি অধিনায়কের ব্যাটনটা হাতে নিয়ে মাঠে নামেন, তাঁর কাছে অনেক বড় চাপ থাকে। সেই দায়িত্বটা যদি বোলার হিসেবে কেউ পালন করেন, সেক্ষেত্রে দলের অবস্থান নিয়ে কথা উঠতে পারে। সাধারণত বোলারকে অধিনায়কের দায়িত্ব না দেওয়াটাই ভালো। যশপ্রীত বুমরা নিজেই বলে দিয়েছেন, তিনি তিনটের বেশি টেস্টে খেলবেন না। সেই কারণেই বুমরাকে অধিনায়ক হিসেবে ভাবা হয়নি।

ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাঠে কোন দুই খেলোয়াড়কে দেখতে পাওয়া যাবে না, এই প্রশ্নের উত্তরে অজিত আগরকর বলেন, পরিস্থিতি বুঝে অধিনায়কই ভাববেন কারা ওপেনার হবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ ২০ জুন অনুষ্ঠিত হবে লিডসের মাঠে। দ্বিতীয় টেস্ট ম্যাচ ২ জুলাই ম্যাঞ্চেস্টারে। ১০ জুলাই লর্ডসের মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। ২৩ জুলাই আবার ম্যাঞ্চেস্টারেই খেলা হবে। আর পঞ্চম টেস্ট ম্যাচ ওভালে অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। ইংল্যান্ডে পৌঁছে ভারতীয় দল দু’টি বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে। একটি ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে।

Advertisement