• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত এক আন্তর্জাতিক প্রতারণা চক্রের মাথাকে আমেরিকা থেকে আনা হল ভারতে

ভারতেও দাগিদের তালিকায় ছিলেন অঙ্গদ। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই অভিযুক্তকে পলাতক ঘোষণা করেছিল।

ব্যাঙ্ক জালিয়াতি সহ নানা অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারত ফেরত পাঠাল আমেরিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই ভারতীয়ের নাম অঙ্গদ সিংহ ছন্দক। তাঁর বিরুদ্ধে ভারতে ব্যাঙ্ক প্রতারণা সহ অন্যান্য অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবার আমেরিকাতেও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত অঙ্গদকে ভারতে নিয়ে আসতে পারাকে একটি ‘বড় সাফল্য’ হিসাবে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমেরিকা থেকে ওই অভিযুক্ত ভারতে প্রত্যর্পিত হওয়ায় পুরনো অভিযোগগুলির ফের তদন্ত শুরু হতে চলেছে সিবিআই।

জানা গিয়েছে, ভারতেও দাগিদের তালিকায় ছিলেন অঙ্গদ। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই অভিযুক্তকে পলাতক ঘোষণা করেছিল। ৩৪ বছর বয়সি অঙ্গদ আমেরিকার ক্যালিফর্নিয়ার বাসিন্দা ছিলেন। বয়স্ক আমেরিকানদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর্থিক প্রতারণার মামলায় সম্প্রতি আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এমনকি অঙ্গদ একটি আন্তর্জাতিক প্রতারণাচক্রের সঙ্গেও জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। অঙ্গদের বিরুদ্ধে বহু আমেরিকান নাগরিকের সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে দীর্ঘদিন ধরে চলে আসা একটি আর্থিক প্রতারণা চক্রের মূল মাথা অঙ্গদ। অপরাধের অর্থ আড়াল করার জন্য বেশ কিছু ভুয়ো সংস্থাও তৈরি করেছিলেন এই ভারতীয় অপরাধী। সাধারণ আমেরিকানদের থেকে অনলাইনে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নিয়ে তা ওই ভুয়ো সংস্থাগুলিতে লগ্নি করতেন বলে খবর। এই অভিযুক্ত ভ্রমণ সংক্রান্ত একটি অনলাইন প্রতারণা চক্রও চালাচ্ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতারণাচক্রের চক্রীদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে খবর পাওয়া গিয়েছে।

Advertisement

Advertisement