বর্ষা এলেই জলমগ্ন রাস্তাঘাট, নাকাল কলকাতা—চেনা এই ছবিটা বদলাতে মরিয়া কলকাতা পুরসভা। এবারে বর্ষার আগে বিশেষ প্রস্তুতিতে নেমেছে পুর প্রশাসন। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, ৩১ জুলাইয়ের মধ্যে কেইআইপি-কে শহরের সমস্ত কাজ শেষ করতেই হবে। না হলে কড়া পদক্ষেপের পথে হাঁটবে পুরসভা।
শহরের নানা অংশে রাস্তার উন্নয়ন ও নিকাশি ব্যবস্থার কাজ করছে কেইআইপি। এই কাজ সময়মতো না হলে বর্ষায় তীব্র সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। তাই মেয়র এবার সময়সীমা বেঁধে দিলেন। এদিন মেয়র বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতেই হবে। ১ অগস্ট আমার মেয়ের জন্মদিন। ওদিন আমি নিজে রাস্তায় নামবো। যদি কোনও রাস্তা অসম্পূর্ণ দেখি, তাহলে বিভাগীয় ডিজিকে সাসপেন্ড করবো।’
Advertisement
শুধু হুঁশিয়ারিই নয়, বর্ষার আগেই নালা সাফাইয়ের কাজেও জোর দিয়েছে পুরসভা। মেয়র এদিন জানান, নিকাশি দপ্তরের মেয়র পারিষদ তারক সিংয়ের নেতৃত্বে ইতিমধ্যেই শহরের বিভিন্ন নালা থেকে প্রায় ২০ লক্ষ টন পলি তোলা হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, ‘ঠনঠনিয়া, খিদিরপুর আর বেহালার কিছু অংশে আগে জল দাঁড়াত। এখন আর সেই সমস্যা থাকবে না। স্বাভাবিক বৃষ্টিতে জল জমবে না। যদি অতিরিক্ত বৃষ্টি হয়, তাহলে দু’ঘণ্টা থেকে চার ঘণ্টার মধ্যে জল নেমে যাবে।’
Advertisement
কলকাতাকে জলজটমুক্ত করে শহরবাসীর ভোগান্তি কমানোই এখন পুরসভার মূল লক্ষ্য। এখন দেখার, ৩১ জুলাইয়ের মধ্যে কেইআইপি-র সব কাজ শেষ হয় কি না, আর সেই প্রতিশ্রুতি কতটা বাস্তব হয় এই বর্ষায়।
Advertisement



