ফের চিটফান্ডে টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরা আরামবাগ, বীরভূমে অর্থলগ্নি সংস্থার অফিস থেকে শুরু করে বহু কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। এই অভিযানে মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতি নামের দুই চিটফান্ড কর্তাকে ইডি গ্রেপ্তার করেছে। রাতেই তাঁদের আদালতে তোলা হয়।
ইডি সূত্রের খবর, ওই চিটফান্ড সংস্থা প্রায় ২৬৬ কোটি টাকা তুলেছে। ৬ হাজার ২১৯ জন আমানতকারীর থেকে টাকা তোলা হয়েছে। এই প্রতারণার জন্য বিভিন্ন এজেন্ট রাখা হয়েছিল। তাঁরা শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও টাকা তুলত। খবর পেয়েই ইডি বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল। বীরভূমের বোলপুরে আনারুলের বাড়ি ও হুগলির আরামবাগে দিলীপ মাইতির বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলে। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তদন্তকারী অফিসারদের হাতে এসেছিল। সবকিছু খতিয়ে দেখে তাঁদের সঙ্গে চিট ফান্ডে যুক্ত থাকার প্রমাণ মেলে। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। ইডি হেফাজতে তাঁদের ক্রমাগত জেরা চালানো হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালে আচমকাই আরামবাগ শহরে হানা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় বাহিনী বেশ কিছু বাড়ি ঘেরাও করেছিল। আরামবাগের গ্রামীণ এলাকাগুলিও তাঁদের তালিকায় ছিল। ইডির তালিকার অন্তর্ভুক্ত সন্দেহজনক সকলের বাড়িতেই তল্লাশি চলেছে। জানা গিয়েছে, অর্থলগ্নিকারী ওই সংস্থা বাজার থেকে টাকা তুলত এবং তারপর তা শেয়ারে বিনিয়োগ করত। আর এখানেই বিনিয়োগ করে বহু মানুষ প্রতারিত হয়েছেন। তাই তদন্তকারী সংস্থা বিশেষ করে আরামবাগের একটি রিসর্ট, অর্থলগ্নিকারী সংস্থার কয়েকটি অফিস, বেশ কিছু এজেন্ট ও ডিরেক্টরদের বাড়ি তল্লাশি করেছে।
Advertisement
Advertisement



