• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভারতে প্রথম দৃষ্টিহীন মহিলার এভারেস্ট জয়

মাত্র আট বছর বয়সেই দৃষ্টিশক্তি হারান আংমো। ছোট থেকেই পাহাড় চড়ার নেশাতে একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিং শুরু করে আংমো।

ফাইল চিত্র

দৃষ্টিহীন মহিলা হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন ভারতীয় মহিলা। হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা বছর ২৯-এর ছোনজিন আংমো এই রেকর্ড করেছেন।

আংমোই হলেন প্রথম ভারতীয় ও পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন কন্যা, যিনি এভারেস্ট ছুঁলেন। এর আগে প্রথম দৃষ্টিহীন এভারেস্টে উঠেছিলেন আমেরিকার এরিক ওয়েহেনমায়ার, দ্বিতীয় জন ছিলেন অস্ট্রীয় অ্যান্ডি হোলজার, চিনের ঝ্যাং হং, ও আমেরিকার লোনি বেডওয়েল। কিন্তু তাঁরা সবাই পুরুষ। আংমোই প্রথম দৃষ্টিহীন মহিলা হিসেবে এভারেস্ট চূড়ায় পা রাখলেন।

Advertisement

উল্লেখ্য, মাত্র আট বছর বয়সেই দৃষ্টিশক্তি হারান আংমো। তারপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোট থেকেই পাহাড় চড়ার নেশাতে একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিং শুরু করে আংমো। এভারেস্ট জয়ের আগে হিমাচলি কন্যে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গ জয় করেছেন। এভারেস্ট বেসক্যাম্প ট্রেকিং-সহ একাধিক ছোট ছোট শৃঙ্গ আরোহন করেছে। তবে এভারেস্ট জয় তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য।

Advertisement

এভারেস্ট জয় করে আংমো জানান, ওঠার সময় প্রতিটি পদক্ষেপে আমার মনে হয়েছিল আমি সক্ষম, না বিশেষভাবে সক্ষম। এটাই একমাত্র পদক্ষেপ, যা সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে ইচ্ছাশক্তি জাগিয়ে তুলবে। আমাদের ভিতরে যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে আমরা সব পারি। কোনও কিছুই আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।

চোখে দেখতে না পেলেও পৃথিবীপৃষ্ঠ থেকে সবচেয়ে উচু বিন্দুতে পা রাখতে পেরেছেন এই কিন্নরী তরুণী।

Advertisement