ফের বিপর্যস্ত উত্তর সিকিম। প্রবল বর্ষণ ও ভূমিধসের জেরে জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের রাস্তা। জলের স্রোতে রাস্তার একটি বড় অংশ ভেঙে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাংকালান এবং ফিডংয়ের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভূমিধসের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক বোঝাই পঞ্চাশটির বেশি গাড়ি আটকে পড়েছে বলে সূত্রের খবর। ওই পর্যটকদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নামানো হয়েছে বলে জানা গিয়েছে। ধসবিধ্বস্ত এলাকায় রাস্তা সচল করার জন্যও বিপর্যয় মোকাবিলা টিম, সিকিম পুলিশ কাজ শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া থাকার জন্য প্রতিপদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ধস নেমে বিপজ্জনক হয়েছে সঙ্কলং হয়ে ফিদাং থেকে চুংথাং পর্যন্ত রাস্তা। উত্তর সিকিমের মঙ্গন-চুংথাং হয়ে টুং নাগা নতুন রাস্তাও অবরুদ্ধ। এছাড়াও গনন সাংডং-এ অবরুদ্ধ মঙ্গন থেকে চুংথাং হয়ে ফিডাং রোড। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটক বোঝাই অজস্র গাড়ি। বড় বিপদের আশঙ্কায় জেলা প্রশাসনের তরফে গাড়িগুলিকে বিডিও অফিসের পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে বুধবারও উত্তর সিকিমে পারমিট দেওয়া হয়নি। অনলাইনে আগাম যাঁরা পারমিট নিয়েছেন, তাও বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পারমিট ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।
Advertisement
উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবে পরিস্থিতি যে এত খারাপ হবে তা বোঝা যায়নি। সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের উত্তর সিকিমে না যেতে অনুরোধ করা হয়েছে। এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে থাকার বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপট ছিল। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়েছে। বড় গাছ উপড়ে পড়েছে। একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে বলেও খবর।
Advertisement
Advertisement



