• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কর্মীদের জন্য অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শুরু কলকাতা পুরসভায়

আগুনে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি ঠেকাতে পুরসভার নিজস্ব কর্মী, আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারদের 'ফায়ার সেফটি' প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহরে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এবার আরও সতর্কতার পথে হাঁটল কলকাতা পুরসভা। আগুনে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি ঠেকাতে পুরসভার নিজস্ব কর্মী, আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারদের ‘ফায়ার সেফটি’ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই বিশেষ মহড়া।

পুরসভার কমিশনার ধবল জৈনের নির্দেশে সচিব স্বপন কুণ্ডু সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেন, যেখানে পুর ভবনগুলিতে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে মোকাবিলা করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়। সেই অনুসারেই এদিন দুপুর ১টা এবং ৩টেয় কলকাতা পুরসভার সদর দপ্তরে এই মহড়া চালানো হয়।

Advertisement

প্রশিক্ষণে দেখানো হয়, আগুন ছড়িয়ে পড়লে কীভাবে তা নিয়ন্ত্রণে আনতে হয় এবং কীভাবে প্রাণ রক্ষা করতে হবে। কর্মীদের শেখানো হয়, ভয় না পেয়ে কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয়। হগ বিল্ডিং, হাডকো বিল্ডিং ও রক্সি বিল্ডিংয়ের কর্মীদের প্রথম ধাপে এবং সিএমও বিল্ডিং, আইটি বিল্ডিং, চ্যাপলিন ভবন ও পিডি বিল্ডিংয়ের কর্মীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়।

Advertisement

পুরসচিব স্বপন কুমার কুন্ডু জানান, ‘সাধারণ স্টাফ এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যাতে আগুন লাগলে কেউ ভয় না পেয়ে সাহসের সঙ্গে প্রথমিক ব্যবস্থা নিতে পারে। এটা পুরসভার আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থার অংশ, এবং বিষয়টি তদারকি করছে পুরসভার বিদ্যুৎ বিভাগ।’ ক্রমবর্ধমান অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এই উদ্যোগ শহরের নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা।

Advertisement